Ranji Trophy 2021-22: মরিয়া লড়াই অভিমন্যুর, রবিবার রোমহর্ষক ম্যাচে জিতবে কি বাংলা?
Bengal vs Baroda: বাংলার ৮৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে শেষ হল বঢোদরা। বাংলার সামনে সরাসরি জয়ের জন্য লক্ষ্য ৩৪৯ রান।
কটক: বোলারদের দাপটে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বঢোদরার (Bengal vs Baroda) বিরুদ্ধে ম্যাচে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বাংলা। বাংলার ৮৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে শেষ হল বঢোদরা। বাংলার সামনে সরাসরি জয়ের জন্য লক্ষ্য ৩৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার স্কোর ১৪৬/২। ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও অনুষ্টুপ মজুমদার। রবিবার ম্য়াচের শেষ দিন। ম্যাচ জিততে গেলে বাংলাকে তুলতে হবে এখনও ২০৩ রান। রুদ্ধশ্বাস পরিসমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে?
রঞ্জি ট্রফির এলিট গ্রুপ-'বি' র ম্যাচে কটকে বঢোদরার বিরুদ্ধে ম্যাচে অবিশ্বাস্যভাবে লড়াইতে ফিরল বাংলা। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অল আউট হওয়ার পরে ম্যাচে বাংলা তাদের বোলারাদের দাপটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে। পরবর্তীতে তৃতীয় দিনের শেষে অধিনায়ক অভিমন্যু ইশ্বরনের ব্যাটে ভর করে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে বাংলা দল। অভিমন্যু ১১৪ বলে ৭৯ রান করে ক্রিজে রয়েছেন। সঙ্গী অনুষ্টুপ ৫১ বলে ২২ রানে অপরাজিত। তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেছেন দুজনে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে ২৫৫ রান করে বঢোদরা। অর্ধশতরানের ইনিংস খেলেন উইকেট কিপার ব্যাটার মিতেশ পটেল। তিনিই দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। ১০ রানে আউট হন ক্রুণাল পাণ্ড্য। বাংলা বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন আকাশ দীপ ও ঈশান পােড়েল। ২ উইকেট নেন মুকেশ কুমার ও ১ উইকেট নেন শাহবাজ আহমেদ।
রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে বাংলার ব্যাটিং। মাত্র ৩৪.৩ ওভারে শেষ হয়ে যায় বাংলা। সর্বোচ্চ স্কোর করেন অভিষেক ম্যাচ খেলতে নামা অভিষেক পোড়েল ও নবাগত সুদীপ ঘরামি। দুজনই ২১ রান করে করেন। দ্বিতীয় ইনিংসে ২৭ রান করেন সুদীপ ঘরামি। তবে তিনি আউট হওয়ার পর কোনও রান না করেই ফেরেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
দিনের শেষে অভিমন্যু বলেছেন, 'বোলাররা যেভাবে বোলিং করেছে, প্রশংসা করতেই হয়। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটাতে সকলেই পরিশ্রম করছি। কাল প্রথম ঘণ্টার খেলার ওপর অনেক কিছু নির্ভর করে রয়েছে।'