এক্সপ্লোর
কুম্বলের কাছ থেকে ‘ফ্লিপার’ শিখতে চান রবি বিষ্ণোই
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন বিষ্ণোই।
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো রবি বিষ্ণোই। তিনি প্রধান কোচ হিসেবে পাবেন ভারতের প্রাক্তন লেগ-স্পিনার অনিল কুম্বলেকে। ‘ফ্লিপার’ শেখাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বিষ্ণোই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন বিষ্ণোই। ভারতীয় দল ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেলেও, তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স সবারই নজর কেড়ে নিয়েছে। ভবিষ্যতের লক্ষ্য প্রসঙ্গে বিষ্ণোই জানিয়েছেন, ‘আমি শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের বোলিংয়ের ভক্ত। আমি কুম্বলেস্যারের বোলিংয়ের ভিডিও দেখেছি। তাঁর ঈশ্বরদত্ত বোলিং প্রতিভা ছিল। অসাধারণ স্পিনার ছিলেন তিনি। তাঁর বোলিং দেখলে বোঝা যায়, তিনি সবসময় স্টাম্পে বল রাখতেন। তাঁর বোলিংয়ের সেরা দিক ছিল স্পিনের সঙ্গে গতি। তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। তাঁকে অনেক প্রশ্ন করতে চাই। তাঁর কাছ থেকে যতটা সম্ভব শিখতে চাই। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা ও পরামর্শ আমাকে সাহায্য করবে।’
বিষ্ণোই আরও জানিয়েছেন, ‘আমি একটি বিষয় শেখানোর জন্য কুম্বলেস্যারকে অনুরোধ জানাব। সেটি হল ফ্লিপার। আমি ফ্লিপার শিখতে চাই। বিশ্বকাপের পর এখন আমার লক্ষ্য আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ভাল খেলা। অনেক ক্রিকেটারই আইপিএল-এ ভাল খেলার পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। আমার চূড়ান্ত লক্ষ্য হল সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলা।’
এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। ৩০ মার্চ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে পঞ্জাব। সেই ম্যাচে খেলার সুযোগ পেলে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চান বিষ্ণোই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement