RCB-W vs GG-W Live: সোফির লড়াই সত্ত্বেও নাগাড়ে তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি
RCB-W vs GG-W, WPL 2023 LIVE Score: গুজরাত অধিনায়ক বেথ মুনি এখনও অবধি সুস্থ না হওয়ায় এই ম্যাচেও স্নেহ রানাই গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন।

Background
মুম্বই: ব্রেবোর্ন স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাত জায়ান্টস। উভয় দলই এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। আজ তাই প্রথম জয় পাওয়াই লক্ষ্য উভয় দলের। গুজরাত অধিনায়ক বেথ মুনি এখনও অবধি সুস্থ না হওয়ায় এই ম্যাচেও স্নেহ রানাই গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন।
RCB-W vs GG-W 2023: গুজরাতের প্রথম জয়
সোফির লড়াই কাজে এল না। টানা তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি। অবশেষে মরসুমের প্রথম জয় পেল গুজরাত। আরসিবির ইনিংস ১৯০/৬ রানেই শেষ হল। ১১ রানে ম্যাচ জিতল গুজরাত জায়ান্টস।
RCB-W vs GG-W Live Updates: ডিভাইন আউট
৬৬ রানে শেষ হলেন সোফি ডিভাইন। তবে তিনি আউট হলেও ১৭তম ওভারে থেকে ২৩ রান উঠল। ১৫০ রানের গণ্ডিও পার করে ফেরল গুজরাত। ১৭ ওভার শেষে গুজরাতের স্কোর ১৫৮/৪। তিন ওভারো জয়ের জন্য গুজরাতকে ৪৪ রান করতে হবে।






















