দিল্লির অবশ্য এবারের আইপিএলের প্লেঅফে খেলার আর কোনও সম্ভাবনাই নেই। ১২ ম্যাচের মধ্যে তারা ৫ টিতে জিতেছে।
2/7
দিল্লির হয়ে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর ও যুবরাজ সিংহের মতো ব্যাটসম্যান খেলেছেন। কিন্তু তাঁদের কেউ একটা ইনিংসে এতগুলি বাউন্ডারি মারতে পারেননি।
3/7
গত বছর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ডি কক দিল্লির হয়ে ১৫ টি চার মেরেছিলেন। গতকাল শ্রেয়সের ইনিংসেও ছিল ১৫ টি চার।
4/7
এই ম্যাচের নায়ক শ্রেয়স। তিনি এই ইনিংসে একটি রেকর্ডও গড়লেন। সেই রেকর্ড হল আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সর্বাধিক বাউন্ডারির রেকর্ড। এক্ষেত্রে কুইন্টন ডি ককের রেকর্ড ছুঁলেন তিনি।
5/7
যদিও ম্যাচটা শেষ করতে আসতে পারেননি আয়ার। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান তিনি। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। থাম্পির ওই ওভারের প্রথম বলে ২ রান নেন শ্রেয়স। কিন্তু পরের বলে আউট হয়ে যান তিনি। চার বলে জয়ের জন্য সাত রানের দরকার ছিল। অমিত মিশ্র পর পর দুটি বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন।
6/7
গ্রিন পার্ক স্টেডিযামে একটা সময় দিল্লির জয়ের সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছিল। কিন্তু দলের পর পর উইকেট পতনের মুখেও অবিচল ছিলেন দিল্লির তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আয়ার। তাঁর দুরন্ত ৯৬ রানের ইনিংসের দৌলতেই দিল্লি নিয়মরক্ষার ম্যাচে জয় তুলে নিল।
7/7
দিল্লি ডেয়ারডেভিলস রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত লায়ন্সকে ২ উইকেটে হারিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ শ্রেয়স আয়ার। ১৯৬ রানের লক্ষ্যমাত্রা ২ বল বাকি থাকতেই টপকে যায় দিল্লি।