এক্সপ্লোর
রেকর্ড: সহবাগকে পিছনে ফেললেন সুরেশ রায়না

1/6

ওয়ার্নার (১২) ও কোহলি (১১) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
2/6

এক্ষেত্রে বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেললেন রায়না। সহবাগ ৮ বার ৭৫-এর বেশি রানের ইনিংস খেলেছেন। তালিকায় প্রথম স্থানে গেইল। তাঁর ৭৫-এর বেশি রানের ইনিংসের সংখ্যা ১৯।
3/6

একইসঙ্গে আইপিএলে সবচেয়ে বেশি বার ৭৫-র বেশি রানের ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রায়না। তিনি ৯ বার ৭৫ রানের বেশি রান করেছেন। এক্ষেত্রে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে চলে এলেন রায়না।
4/6

নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ১০ বছরের ইতিহাসে রায়না সবচেয়ে বেশি রান (৬৫৮) সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর মোট রান ৬৫৭। এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেইল।
5/6

রায়না ৪৬ বলে নটি বাউন্ডারি ও চারটি ওভারবাউন্ডারির সাহায্যে ৮৪ রান করেন। ১৮.২ ওভারেই ১৮৮ রান তুলে জয়ী হয় রায়নার দল। এরইমধ্যে রেকর্ডের খাতায় নিজের নাম তুললেন রায়না।
6/6

সুরেশ রায়নার অধিনায়কোচিত ইনিংসে ভর করে গুজরাত লায়ন্স গতকাল আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে চার উইকেটে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফিরল। নাইটদের ইডেনে হারিয়ে ঘরের মাঠে হারের বদলা নিল গুজরাত লায়ন্স।
Published at : 22 Apr 2017 11:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
