প্রতিটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা সম্ভব নয়, জানাল আইসিসি
পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে লিগ তালিকায় জায়গা অদল বদল হয়ে যাচ্ছে সব দলগুলোরই।
নটিংহ্যাম: বিশ্বকাপে বৃষ্টির রেকর্ড! পণ্ড হয়ে গেল তিন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশ, পরপর দুই ম্যাচে এক বলও খেলা না হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। কার্যত বর্ষাতিতেই ডাকা থাকল ব্রিস্টলের বাইশ গজ। মাত্র সাত ওভার তিন বল খেলে থেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও। বুধবার টনটনে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ ও বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচও পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌজন্যে বিলেতের বর্ষা।
এই পরিস্থিতি আইসিসি সাফ জানিয়ে দিল, প্রতিযোগিতার লিগ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা কোনও ভাবেই সম্ভব নয়। কেবল মাত্র নক আউট ম্যাচগুলোর জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসি কর্তা ডেভিড রিচার্ডসনের কথায়, “প্রতিটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখলে বিশ্বকাপের ক্রীড়াসূচি আরও বড় হয়ে যাবে। এবং তা টেনে নিয়ে চলা বাস্তবোচিতও হবে না। তাছাড়া, রিজার্ভ ডে-তেও যে বৃষ্টি হবে না, তা নিশ্চিত করে বলা যায় না।”
এদিকে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে লিগ তালিকায় জায়গা অদল বদল হয়ে যাচ্ছে সব দলগুলোরই। দক্ষিণ আফ্রিকার মতো দেশ, যাদের কাছে প্রতিটি ম্যাচ কার্যত ডু অর ডাই, তাঁরা কোনও মতেই পয়েন্ট খোয়াতে চায় না। আফ্রিকার উইকেটকিপার ডি কক তো রীতিমতো হতাশ। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের জন্য রিজার্ভ ডে দাবি করে বসেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর এক পয়েন্ট এসেছে বাংলাদেশের ঝুলিতে। বাংলাদেশের কোচ স্টিভ রোডসের দাবি, তাঁরা এই শ্রীলঙ্কাকে হারানোর ক্ষমতা রাখে। তাই পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় কোনও ভাবেই খুশি নয় তাঁরা। কিউই বোলার ফার্গুসনও বলছেন, ক্রিকেটাররা প্রত্যেকেই ২ পয়েন্টের জন্যই খেলতে চায়।