এক্সপ্লোর
Advertisement
কোহলিতে মাত ভিভ-পুত্র, উপহার দিলেন নিজের আঁকা পেন্টিং
অ্যান্টিগা: অ্যান্টিগা টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত দ্বিশতরানের ইনিংসের মুহূর্ত ধরা পড়ল পড়ল ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী স্যর ভিভিয়ান রিচার্ডসের ছেলের তুলিতে। নিজের শিল্পী বন্ধুর সঙ্গে রিচার্ডস-পুত্র মালি ক্যানভাসে আঁকলেন কোহলির কৃতিত্বকে। সেই পেন্টিং তুলে দিলেন কোহলির হাতে।
ইতিমধ্যেই ১৮ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ফেলেছেন রিচার্ডস জুনিয়র। টিম ইন্ডিয়ার হোটেলে বাবার সঙ্গে গিয়ে কোহলির সঙ্গে দেখা করলেন মালি। বিসিসিআই টিভি-কে ভিভ জানিয়েছেন, টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি কোহলি করেছে অ্যান্টিগাতে। তাই এই ইনিংসকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মাত্র একটি দিনেই পেন্টিংটি তৈরি করা হয়েছে। আর এই পেন্টিং কোহলির হাতে তুলে দিতে আমরা এখানে এসেছি।
কোহলি টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেছেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্বিশতরানের কৃতিত্ব কোহলি অর্জন করেছেন স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এর আগে রিচার্ডস কোহলির ডাবল সেঞ্চুরিকে দুরন্ত ও ধ্রুপদী ইনিংস বলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ভিভ বলেন, একজন ব্যাটসম্যান হিসেবে এই ইনিংস দেখাটা দারুন আনন্দদায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই ইনিংস হলেও এই অসাধারণ ধ্রুপদী ইনিংসের প্রশংসা না করে পারছি না।Sir @vivrichards56’s son is a @imVkohli fan - Mali Richards gifts Indian skipper a painting https://t.co/ScRJ9aScx6 pic.twitter.com/Baj0Yhz6CO
— BCCI (@BCCI) July 26, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement