এক্সপ্লোর
Advertisement
ঋষভই ভবিষ্যতে আমাদের ভরসা হবে, ওর উপর চাপ তৈরি করতে চাই না, বলছেন বিরাট
নবাগত দুই বোলার রাহুল ও দীপক চাহারেরও প্রশংসা করেছেন বিরাট।
প্রভিডেন্স (গায়ানা): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়লেও, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমরা ঋষভকে ভবিষ্যতে দলের সদস্য হিসেবেই দেখছি। ওর প্রতিভা ও দক্ষতা আছে। ওর উপর চাপ তৈরি করতে চাই না। ওকে নিজের মতো করে খেলতে দিতে হবে।’
প্রথম ম্যাচে ০ এবং দ্বিতীয় ম্যাচে ৪ রান করে ফিরে গেলেও, গতকাল তৃতীয় ম্যাচে ৬৫ রানে অপরাজিত থাকেন ঋষভ। তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই ইনিংসের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ও (ঋষভ) যখন খেলা শুরু করেছিল, তার চেয়ে এখন অনেকটাই এগিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যভাবে চাপ সামাল দিতে হয়। ও যদি নিয়মিত এভাবে খেলে যেতে পারে এবং দলকে জেতাতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে।’
নবাগত দুই বোলার রাহুল ও দীপক চাহারেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি সিমার দীপকের সঙ্গে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের তুলনা করেছেন। রাহুলের পারফরম্যান্সেরও তারিফ করেছেন ভারতীয় দলের অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement