US Open 2023: তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে বোপান্নারা
Rohan Bopanna-Matthew Ebden: আর্থার অ্যাশ স্টেডিয়ামে ষষ্ঠ বাছাই ইন্দো-ভারতীয় জুটি ৬-৪, ৬-৭ (৫), ৭-৬ (১০-৬) স্কোরলাইনে দুই ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ের পর জয় পায়।
নিউ ইয়র্ক: স্ট্রেট সেটে সহজ জয় পেয়ে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) রাউন্ড অফ ১৬-তে পৌঁছেছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna) এবং ম্যাথিউ এবডেন (Matthew Ebden)। তবে বছরের শেষ স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান পার্টনারকে বেশ কসরত করতে হল। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রিটেনের জুলিয়ান ক্যাশ ও হেনরি প্যাটেনকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে প্রবেশ করল ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ষষ্ঠ বাছাই ইন্দো-ভারতীয় জুটি ৬-৪, ৬-৭ (৫), ৭-৬ (১০-৬) স্কোরলাইনে দুই ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ের পর জয় পায়। বোপান্না ও এবডেন এ বছরের উইম্বলডন সেমিফাইনালে পৌঁছেছিলেন। যুক্তরাষ্ট্র ওপেনেও তাঁরা ভাল ফর্মেই রয়েছেন। রাউন্ড অফ ১৬-র এই ম্যাচে বোপান্নারা ১৩টি এস মারেন, প্রথম সার্ভে ৮১ শতাংশ পয়েন্টও জেতেন তাঁরা। যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বোপান্নারা শীর্ষ বাছাই নেদারল্যান্ডসের ওয়েশলি কুলফ ও ব্রিটেনের নীল স্কুপস্কি বনাম যুক্তরাষ্ট্রের ন্যাথানিয়েল ল্যামন্স-জ্যাকসন উইথর জুটির ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবেন।
Bopanna & Ebden win 10-6 in an epic 3rd round battle
— Will Boucek (@WillBoucek) September 3, 2023
See how much it means to @rohanbopanna & his fans 👇
They advance to the #USOpen quarterfinals #WatchMoreDOUBLES pic.twitter.com/wOfP302uOE
৪৩ বছরের বোপান্না একমাত্র ভারতীয় হিসাবে টুর্নামেন্টে অবশিষ্ট রয়েছেন। য়ুকি ভামব্রি, সাকেত মায়নেনি পুরুষ ডাবলসের প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। বোপান্না পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও অবশ্য মিক্সড ডাবলস থেকে তিনি ছিটকে গিয়েছেন। ইন্দোনেশিয়ার আল্ডিলা সুদজিয়াদির সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে নেমেছিলেন বোপান্না। তবে রাউন্ড অফ ১৬-এ যুক্তরাষ্ট্রের বেন শেল্টন ও টেলর টাউন্সএন্ডের বিপক্ষে স্ট্রেট গেমে পরাজিত হন তাঁরা। ম্যাচের স্কোরলাইন বোপান্নাদের বিপক্ষে ২-৬, ৫-৭।
য়ুকি ভামব্রি ও সাকেত মায়নেনি দুইজনেই ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে ডবলস ম্যাচ খেলতে নামেন এবং উভয়েই প্রথম রাউন্ডেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। সিঙ্গেলসে তো ভারতের কোনও খেলোয়াড়ই এ বছরে যুক্তরাষ্ট্র ওপেনের মূল পর্বে জায়গা করতে পারেননি। সুমিত নাগাল, অঙ্কিতা রায়নারা যোগ্যতা অর্জন পর্বেই ছিটকে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তুলে জিতল নিউজ়িল্যান্ড, বেঁচে রইল সিরিজও