‘একাগ্রতায় বাধা আসবেই, নিজেকে দূরে সরিয়ে রাখি’, জাদেজা-মঞ্জরেকর বিতর্কে মন্তব্য রোহিতের
জাদেজা-মঞ্জরেকর বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের সহঅধিনায়ক রোহিত শর্মা।
লন্ডন: বিরাট কোহলি আগেই জানিয়েছিলেন, বাইরের কোনও মন্তব্য তাঁদের মধ্যে কোনও প্রভাব ফেলে না, ভারতীয় ক্রিকেট দল সমালোচনা নিয়ে বিন্দু মাত্রও মাথা ঘামায় না। এবার জাদেজা-মঞ্জরেকর বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের সহঅধিনায়ক রোহিত শর্মাও। শান্ত স্বভাবের রোহিত নিজস্ব ভঙ্গিতেই জানালেন, বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। তাঁর কথায়, “একজন ক্রীড়াবিদের কাছে এটা সত্যিই একটা চ্যালেঞ্জ। একাগ্রতায় বাধা আসবেই। তবে প্রতিটি মানুষই ভিন্ন এবং ভিন্ন ভিন্ন ভাবেই তাঁরা এই পরিস্থিতি মোকাবিলা করে। আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছি এবং ইংল্যান্ডের এই পরিবেশ উপভোগ করছি। আমার পরিবারও আমার সঙ্গে রয়েছে। বেশির ভাগ সময়ই এমন পরিস্থিতিতে আমি এটাই করে থাকি।”
হিটম্যানের সংযোজন, “আমরা এখানে এসেছি ভাল ক্রিকেট খেলতে এবং বিশ্বকাপ জিততে। সবাই সেটা জানিও। তবে একজনের কানের কাছে এসে বারবার ঘ্যানঘ্যান করাও ঠিক নয়। একজন ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, এসব থেকে দূরে থেকে এবং নিজের কাজে মন দেওয়াই শ্রেয়।”