এক্সপ্লোর
Advertisement
কাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, ওপেনিংয়ে ফিরছেন রোহিত
লন্ডন: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই হারানোর পর আগামীকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এটাই শেষ ম্যাচ। তাই ঘুরিয়ে-ফিরিয়ে গোটা দলকে দেখে নিতে চাইছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিংয়ে ফেরানো হচ্ছে রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি এই ডান হাতি ব্যাটসম্যান। তিনি যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারেন, সেটার জন্যই ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
গতকাল মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা দুর্দান্ত বোলিং করেছেন। বিরাটও অপরাজিত অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভাল করেছেন। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে গোটা দল। বাংলাদেশের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়ে সেই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই বিরাটদের লক্ষ্য। কাল কেদার যাদবকেও ব্যাটিংয়ের সুযোগ দিতে চায় দল। তবে যুবরাজ সিংহ এই ম্যাচেও মাঠের বাইরে থাকবেন না খেলবেন, সেটা এখনও জানা যায়নি।
প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সাড়ে তিনশোর কাছাকাছি রান করেও হেরে গিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে শতরান করেন অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু বাংলাদেশের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে চাইবেন মুস্তাফিজুর রহমান, মাশরাফি মোর্তাজারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement