এক্সপ্লোর
মাঠে ঝগড়া, রোহিত-ব্র্যাভোর জরিমানা
![মাঠে ঝগড়া, রোহিত-ব্র্যাভোর জরিমানা Rohit Sharma And Bravo Fined For Verbal Volleys মাঠে ঝগড়া, রোহিত-ব্র্যাভোর জরিমানা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/14173405/cricket-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিন খেলা চলাকালীন মাঠের মধ্যে ঝগড়া এবং পরস্পরের উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ করার জন্য রোহিত শর্মা ও ড্যারেন ব্র্যাভোর জরিমানা করা হল। তাঁদের আচরণ খেলার ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই জানানো হয়েছে আইসিসি-র পক্ষ থেকে। সেই কারণেই ম্যাচ ফি-র ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।
পঞ্চম দিন সকালে রোহিত ও ব্র্যাভোর উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। মাঠে থাকা দুই আম্পায়ার নাইজেল জং ও রড টাকার তাঁদের আলাদা করার অনেক চেষ্টা করেন। কিন্তু তাতেও শান্ত হননি এই দুই ক্রিকেটার। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের দুই আম্পায়ারের পাশাপাশি তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রেথওয়েট এবং চতুর্থ আম্পায়ার নাইজেল ডুগুইড রোহিত ও ব্র্যাভোর বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরেই ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে জানান, এই দুই ক্রিকেটার আইসিসি-র নির্দিষ্ট আচরণবিধির প্রথম ধাপের ২.২.১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।
রোহিত ও ব্র্যাভো তাঁদের আচরণ অন্যায় বলে স্বীকার করে নিয়েছেন। সেই কারণে আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে বিচারের জন্য যাননি তাঁরা। একতরফাভাবেই জরিমানার সাজা ঘোষণা করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)