Rohit And Virat: রোহিত নাকি বিরাট, কে বেশি ফিট? কী বলছেন ভারতীয় কোচ?
Indian Cricket Team: বিশ্বকাপের পর এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ভারতীয় দলের জার্সিতে এখনো পর্যন্ত মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই দেখতে পাওয়া যাবে বিরাট রোহিতকে ফের মাঠে।
মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) নাকি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এর মধ্যে কে সবথেকে বেশি ফিট? টিম ইন্ডিয়া ট্রেনট অ্যান্ড কন্ডিশনিং কোচ অঙ্কিত কালিয়ার (Ankit Kaliyar) বলছেন বিরাট ও রোহিত সমান ফিট। বর্তমান ভারত অধিনায়ক প্রাক্তন ভারত অধিনায়কের থেকে একটু বালকি, কিন্তু তা বলে তিনি যে ফিট নন, এমনটা মনে করেন না অঙ্কিত।
বিশ্বকাপের পর এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ভারতীয় দলের জার্সিতে এখনো পর্যন্ত মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই দেখতে পাওয়া যাবে বিরাট রোহিতকে ফের মাঠে। রোহিত ৩৬ পেরিয়েছেন। বিরাট ৩৫ ছুইছুই। আরও কতদিন খেলবেন ভারতীয় দলে জার্সিতে। অঙ্কিত কালিয়ার বলছেন, " রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম ফিট প্লেয়ার। বিরাট কোহলির মতই ফিট প্লেয়ার ও। টেস্টে কখনোই ব্যর্থ হয়নি ও। হ্যাঁ এটা ঠিক যে রোহিত একটু বালকি। বিরাটের চেহারা অনেক বেশি পেটানো। তবে রোহিত কে আমরা মাঠে দেখেছি। ফিল্ডিং থেকে ক্যাচিং সবেতেই দ্রুততার সঙ্গে রোহিত মাঠে নড়াচড়া করে।"
ফিটনেস নিয়ে কথা উঠবে আর বিরাট কোহলির প্রসঙ্গ উঠবে না তা আবার হয় নাকি! অঙ্কিত কালিয়ার বলছেন, " বিরাট এই মুহূর্তে ভারতের তো অবশ্যই এমনকী বিশ্বের সবচেয়ে ফিট প্লেয়ার। বছরের পর বছর ধরে ও নিজের ফিটনেসকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ক্রিকেট যখন খেলে তখন তো অবশ্যই এমনকী যখন ও ছুটিতে থাকে তখনও নিজের ফিটনেসকে কখনওই অবহেলা করে না বিরাট। সঠিক খাদ্য তালিকা নির্দিষ্ট রুটিন মেনে বরাবর নিজের জীবনযাপন করে। শুধুমাত্র ক্রিকেট মাঠেই নয়, আমার মতে দেশের সবচেয়ে ফিট অ্যাথলিট এই মুহূর্তে বিরাটই।"
গোলাপি বলের টেস্টে অনীহা বোর্ডের
সামনের ঘরোয়া মরসুমে দেশের মাটিতে কোনও গোলাপি বলে টেস্ট খেলবে না টিম ইন্ডিয়া। শুধুমাত্র রোহিত, বিরাটরাই নন, হরমনপ্রীত স্মৃতি মন্ধানারাও গোলাপি বলে টেস্ট দেশের মাটিতে খেলবে না।
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্বে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ। সেখানেই তিনি এই বিষয়ে সত্যতা স্বীকার করেন। সেখানে প্রশ্নের উত্তরে জয় শাহ জানান, " আমরা গোলাপি বলের টেস্টকে আরও বেশি করে প্রমোট করতে চাই। কিন্তু এই মুহূর্তে গোলাপি বলের টেস্ট যতগুলো হয়েছিল বেশিরভাগই দু-তিন দিনের মধ্যেই খেলা শেষ হয়ে গিয়েছে। কিন্তু সমর্থকরা চান ম্যাচ চতুর্থ ও পঞ্চম দিনে গড়াক। তেমনটা না হলে গোলাপি বলে টেস্টের জনপ্রিয়তাও কমবে। তাই পরিস্থিতি যখন অনুকূল হবে, তখনই একমাত্র আমরা ফের গোলাপি বলের টেস্ট আয়োজনের বিষয় ভাবনা চিন্তা করব।"