Rohit Sharma Practice Video Watch: নেতৃত্বের দায়িত্ব পেয়েই নেমে পড়লেন প্রস্তুতিতে, নেটে স্বমহিমায় রোহিত, দেখুন ভিডিও
Rohit Sharma Practice থ্রো ডাউন (throw down) স্পেশালিস্টের সাহায্য নিয়ে নেটে ব্য়াট করতে দেখা গেল রোহিতকে। প্রোটিয়া সফরে বাউন্সি পিচে খেলার প্রস্তুতি সারছেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক।
![Rohit Sharma Practice Video Watch: নেতৃত্বের দায়িত্ব পেয়েই নেমে পড়লেন প্রস্তুতিতে, নেটে স্বমহিমায় রোহিত, দেখুন ভিডিও Rohit Sharma returns to net practice after being named ODI Captain Against New Zeeland shares video Rohit Sharma Practice Video Watch: নেতৃত্বের দায়িত্ব পেয়েই নেমে পড়লেন প্রস্তুতিতে, নেটে স্বমহিমায় রোহিত, দেখুন ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/2aee784b16b115e9ee8d07e20b15ba02_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্য সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের পূর্ণাঙ্গ সময়ের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এবার নতুন দায়িত্ব পেয়ে মাঠে নেমে পড়লেন রোহিত শর্মা (rohit sharma)। সামনে দক্ষিণ আফ্রিকা (south africa) সফর। তার প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। নেটে স্বমহিমায় ব্য়াট করতে দেখা গেল হিটম্যান। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন রোহিত। থ্রো ডাউন (throw down) স্পেশালিস্টের সাহায্য নিয়ে নেটে ব্য়াট করতে দেখা গেল রোহিতকে। প্রোটিয়া সফরে বাউন্সি পিচে খেলা হবে। তারই প্রস্তুতি সারছেন ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়ক।
২ দিন আগেই হঠাৎ করেই বিরাটকে সরিয়ে ভারতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। বিরাট কোহলিকে (virat kohli) জাতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (social media) ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ড হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর দিকেও আঙুল তুলেছেন অনেকে। তবে এবার অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন রোহিত শর্মা। বিরাট কোহলি ছাড়া যে ভারতীয় ক্রিকেট দল অসম্পূর্ণ সে কথাই বলেন তিনি।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন বিরাট। কিন্তু সীমিত ওভারের সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। বিরাটকে নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলছেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''
এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ''যেই দক্ষতা ওঁর ব্যাটিংয়ে রয়েছে। তা দলের ভীষণভাবে দরকার। এছাড়া এখনও বিরাট দলের একজন সিনিয়র নেতা। এই সব বিষয়গুলো যখন দেখা যায়, তখন বোঝা যায় যে ওঁকে ছাড়া কোনওভাবেই এই দল সম্পূর্ণ নয়।''
আরও পড়ুন: কাল সামনে চেন্নাই, এটিকে মােহনবাগানের রক্ষণ চিন্তা বাড়াচ্ছে হাবাসের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)