এক্সপ্লোর
Advertisement
চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা
নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। পায়ের পেশিতে চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা।
মাউন্ড মউনগানুই: নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। পায়ের পেশিতে চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২- সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি।
সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রোহিত। ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু ব্যাটিংয়ের সময় যখন ৬০ রানে অপরাজিত ছিলেন রোহিত, তখন তাঁর পায়ে টান ধরে তাঁর। ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের রান তাড়ার সময় দলের নেতৃত্বের দায়িত্ব নেন লোকেশ রাহুল।
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দল থেকে চোটের কারণেই ছিটকে গিয়েছিলেন রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধবন। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।
এর আগে ঘরের মাঠে ওপেনার হিসেবে নেমে টেস্টে দারুণ সাফল্য পেয়েছিলেন রোহিত। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না রোহিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement