এক্সপ্লোর
Advertisement
কাল প্রথম ভারতীয় হিসেবে শততম টি-২০ ম্যাচ খেলতে নামছেন রোহিত
২০০৭ থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন রোহিত। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি।
রাজকোট: আগামীকাল ফের একটি নজির গড়তে চলেছেন বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে একশোর বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড ছিল পাকিস্তানের শোয়েব মালিকের (১১১)। এবার রোহিতও ১০০ টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়ছেন।
২০০৭ থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন রোহিত। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এই ফর্ম্যাটে তিনিই সবচেয়ে বেশি রান করেছেন। দিল্লিতেই বিরাট কোহলিকে (২,৪৫০ রান) টপকে গিয়েছেন রোহিত। চারটি শতরান এবং ১৭টি অর্ধশতরান সহ ১৩৬.৬৭ গড়ে আন্তর্জাতিক টি-২০-তে তাঁর মোট রান ২,৪৫২। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আগামীকালের ম্যাচ জিততেই হবে। এই ম্যাচে অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement