Asia Cup: এশিয়া কাপের দল বাছাই নিয়ে নির্বাচকমণ্ডলীর সঙ্গে সোমবার বৈঠকে বসতে পারেন রোহিত
Asia Cup 2023: সিনিয়র ক্রিকেটাররা কেউই যাননি। বিশ্রামে আছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মত তারকা অভিজ্ঞ পেসাররাও। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে।
মুম্বই: চলতি মাসের শেষেই বসছে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। শ্রীলঙ্কা (Srilanka) ও পাকিস্তানের (Pakistan) মাটিতে এবার এই টুর্নামেন্ট আয়োজিত হবে। এশিয়ার প্রতিটি দলের কাছেই এই টুর্নামেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবরে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। ভারতীয় দল এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটাররা কেউই যাননি। বিশ্রামে আছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মত তারকা অভিজ্ঞ পেসাররাও। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের আগে সবাইকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে এর মধ্য়েই আগামী সোমবার নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত শর্মার। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক।
মূলত সিনিয়র কয়েকজন ক্রিকেটার ও তাঁদের উপস্থিতি নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। বুমরা জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছেন ৩২৭ দিন পরে। কামব্যাকের ম্য়াচে ২ উইকেট তুলে প্লেয়ার অফ দ্য অ্য়াওয়ার্ড পেয়েছেন। তবে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে নিয়ে এখনও অফিশিয়াল কোনও বিবৃতি মেলেনি। তবে ২ জনেই এনসিএর তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও নেটে ব্যাটিংও করছেন ২ জনে। ফলে আশা করা হচ্ছে যে এশিয়া কাপে ভারতীয় দলে দেখা যেতে পারে এই ২ তারকা ব্য়াটারকে।
উল্লেখ্য, এশিয়া কাপে অংশগ্রহণকারী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল তিনটি দলই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল বেছে নিয়েছে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মত খেতাব জয়ের অন্যতম দাবিদার ২ দেশ। এই পরিস্থিতিতে এখনও এশিয়া কাপের জন্যই দল বেছে নেয়নি বিসিসিআই। রোহিতের সঙ্গে বৈঠকের পরই হয়ত চূড়ান্ত স্কোয়াড বাছাই হবে, এমনই মনে করা হচ্ছে।
পাতিলের পছন্দের দলে সূর্য, তিলক
বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সন্দীপ পাতিল মনে করেন ভারতীয় দলে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের থাকা উচিত। এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে এই ২ ব্য়াটারকে দেখতে চাইছেন তিনি। এক সাক্ষাৎকারে সন্দীপ পাতিল বলেন, ''দলের ভারসাম্যের কথাই যদি ওঠে, তবে আমার একাদশে আমি সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ২ জনকেই দেখতে চাই। টিম ম্যানেজমেন্ট একাদশে কাকে রাখবে না রাখবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি আমার কথা বলা হয়, তবে আমি বলব যে আমার স্কোয়াডে আমি ২ জনকেই রাখব।"