এক্সপ্লোর
Advertisement
রোহিত-ঋদ্ধির ব্যাটে ভর করে ইডেনে ঘুরে দাঁড়াল ভারত
কলকাতা: ১১২ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা চাপে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়াকে৷ অবশেষে রোহিত শর্মা-ঋদ্ধিমান সাহার জুটিরতে ভর করে তৃতীয় দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত৷ দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২২৭৷ লিড ৩৩৯ রানের৷
পয়া ইডেনে ব্যাট হাতে দলকে টেনে তুললেন৷ জবাব দিলেন সমালোচনার৷ রবিবাসরীয় ইডেনে দিনের শেষের সমস্ত লাইমলাইটটা শুষে নিলেন রোহিত শর্মা৷ কানপুরে দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করার পরও যাঁর ইডেন টেস্টে খেলা নিয়ে ছিল জল্পনা৷ ৮২ রান করে কোণঠাসা হওয়া টিম কোহলিকে টেনে তুলল রোহিতের চওড়া ব্যাট৷ সঙ্গী ঋদ্ধিমান সাহা৷ যার সৌজন্যে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২২৭৷ এগিয়ে ৩৩৯ রানে৷
এদিন শুরুতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২০৪ রানে৷ জিতেন পটেল করেন ৪৭৷ এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউয়ি পেস আক্রমণ হেনরি-বোল্টের সামনে ধাক্কা খেতে থাকে ভারতীয় টপ অর্ডার৷ অল্প ব্যবধানে ফিরে যান মুরলী বিজয় (৭), চেতেশ্বর পূজারা (৪), শিখর ধবন (১৭), অজিঙ্ক রাহানে (১), বিরাট কোহলি (৪৫) ও রবিচন্দ্রন অশ্বিন (৫)। বিরাট কোহলির ৪৫ রান কিছুটা লড়াই দিলেও তা খাদের কিনারায় থাকা
ভারতের দ্বিতীয় ইনিংস টেনে তোলার জন্য যথেষ্ট ছিলনা৷ এরপর জুটি বাঁধলেন রোহিত-ঋদ্ধি৷ ১০৩ রানের দুরন্ত পার্টনারশিপের উপর ভর করে ভদ্রস্থ লিড ভারতের৷ প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর ঋদ্ধিমানের দ্বিতীয় ইনিংসের লড়াইও নজর কেড়েছে বিশেষজ্ঞদের৷ চাপের মুখে ভাল পার্টনারশিপ৷ কিপার ঋদ্ধিমান নন, ব্যাটসম্যান ঋদ্ধিও এখন ভরসার নাম কোহলির সংসারে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
আজ ফোকাস-এ
Advertisement