Ross Taylor: 'রাজস্থান রয়্যালসের একজন কর্তা আমাকে চড় মেরেছিলেন', আত্মজীবনীতে বিস্ফোরক টেলর
Ross Taylor Autobiography: প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন সেই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে একটি ম্য়াচে হারের পরই এমনটা হয়েছিল। আইপিএলে সেই মরসুমে রাজস্থান রয়্যালসে খেলেছিলেন টেলর।
নেপিয়ার: নিউজিল্যান্ড (Newzeland) ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে তিনি পড়েন। চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার নিজের অটো বায়োগ্রাফি 'রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'-এ বিস্ফোরক দাবি করলেন রস টেলর (Ross Taylor)। তিনি জানিয়েছেন ২০১১ আইপিএল (IPL 2011) মরসুমে রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) একজন কর্তা তাঁকে চড় মেরেছিলেন। প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন সেই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে একটি ম্য়াচে হারের পরই এমনটা হয়েছিল।
কী লিখেছেন টেলর?
নিজের আত্মজীবনীতে টেলর লিখেছেন, ''সেই ম্য়াচে ১৯৫ রান তাড়া করতে নেমেছিলাম আমরা। কিন্তু আমি রান পাইনি। শূন্য রানেই লেগবিফোর হয়ে ফিরে যাই প্যাভিলিয়নে। ম্যাচের পর টিম হোটেলের টপ ফ্লোরে বারে ছিলাম আমরা। দলের সকলেই ছিল। সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের লোকও ছিল। শেন ওয়ার্ন, লিজ হার্লিও ছিলেন সে সময়। টিম ম্যানেজমেন্টের একজন আমাকে বলে-রস, তোমাকে শূন্য রান করার জন্য কোটি কোটি টাকা দিয়ে রাখিনি আমরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি মুখে তিন চার-বার চড় মেরেছিলেন। ওখানে তখন হাসাহাসি চলছিল। পুরোটাই নাটক ছিল নাকি মজা করা হচ্ছিল, সেটা বুঝে উঠতে পারিনি। সেই মুহূর্তে সেটা নিয়ে ভাবিনি। পেশাদার জগতে এমনটা হতে পারে, তা মাথায় আসছিল না।''
View this post on Instagram
উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম মরসুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন টেলর। সেই দলের হয়ে ২০১০ সাল পর্যন্ত খেলেন কিউয়ি ব্যাটার। এরপরই নিলামে টেলরকে তুলে নেয় রাজস্থান রয়্যালস। টেলর তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে তিনি আরসিবিতে আরও খেলতে চেয়েছিলেন। এছাড়াও দেশ ও হোক বা বিদেশ বিভিন্ন সময় যে তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে তাও নিজের আত্মজীবনীতে লিখেছেন এই ডানহাতি ব্যাটার।