গেইল-কোহলি জুটির দাপটে গুজরাতকে ২১ রানে হারাল আরসিবি
রাজকোট: অধিনায়ক বিরাট কোহলি ও বিস্ফোরক ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের ব্যাটিং দাপটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ২১ রানে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এদিন রাজকোটে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান গুজরাতের অধিনায়ক সুরেশ রায়না। শুরু থেকেই দুরন্ত খেলতে শুরু করেন কোহলি ও গেইল। প্রথম উইকেটেই ১২২ রানের পার্টনারশিপ গড়ে দেয় এই জুটি।
দলে ফিরেই এদিন ছন্দে ছিলেন গেইল। তাঁর ৭৭ রান আসে মাত্র ৩৮ বলে। এদিন ৫টি চার ও ৭টি বিশাল ছক্কা হাঁকান তিনি। এই ফাঁকেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ খেলায় ১০ হাজার রানও পূর্ণ করেন এই স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটসম্যান।
অপর প্রান্তে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন কোহলিও। এদিন গেইলের তুলনায় বিরাটকে কিছুটা ম্রিয়মান দেখালেও তিনিও ৬৪ রান (৫০ বল) করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।
দুই ওপেনার আউট হলেও, আরসিবি-র রান তোলার গতিতে কোনও পরিবর্তন আসেনি। সৌজন্য ট্রাভিস হেড (১৬ বলে ৩০) ও কেদার যাদব (১৬ বলে ৩৮)।
নির্ধারিত ২০ ওভারে ২১৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় আরসিবি। অন্যদিকে, গুজরাত বোলারদের জন্য আজকের দিন সুখের ছিল না। সবচেয়ে সফল বাসিল থাম্পি (৩১/১)।
গুজরাতের রাখা ২১৪ রানের বিশাল লক্ষ্যমাত্রার জবাবে নির্ধারিত সময়ে সাত উইকেট খুইয়ে ১৯২ রান তুলতেই সক্ষম হয় গুজরাত লায়ন্স। দলের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটিং করেন ব্রেন্ডন ম্যাকালাম (৭২)।
কিন্তু, অপর প্রান্ত থেকে তেমন কোনও সঙ্গ পাননি তিনি। রায়না (৮ বলে ২৩) ও জাডেজা (২২ বলে ২৩) ক্রিজে জমেও আউট হয়ে যান। শেষে ইশান কিষান (১৬ বলে ৩৯) চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। আরসিবি-র বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন যুযবেন্দ্র চাহল (৩/৩১)।