Russia Ukraine War: যুদ্ধের চড়া মাসুল! উইম্বলডনে দেখা যাবে না এই দুই দেশের তারকাদের
Wimbledon 2022: বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভ, অষ্টম বাছাই আন্দ্রে রুবলেভদের তাই এবারের উইম্বলডনে আর দেখতে পাবেন না টেনিসপ্রেমীরা।
লন্ডন: যুদ্ধের চড়া মাসুল দিতে হল রাশিয়াকে। আগামী উইম্বলডন (Wimbledon) থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল রাশিয়া ও বেলারুশের টেনিস তারকাদের। বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভ, অষ্টম বাছাই আন্দ্রে রুবলেভদের তাই এবারের উইম্বলডনে আর দেখতে পাবেন না টেনিসপ্রেমীরা।
কয়েকদিন ধরে আশঙ্কা ছিলই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল উইম্বলডনে । রাশিয়ার টেনিস খেলোয়াড়েরা অংশগ্রহণ করতে পারবেন না বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে । ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদেই এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের।
রাশিয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হতে চলেছে বেলারুশের প্রতিযোগীদের। ইউক্রেনের উপর অতর্কিত আক্রমণকে সমর্থন করে তাদের পাশি দাঁড়িয়েছিল বেলারুশ। ইউক্রেনের উপর বিনা প্ররোচনায় হামলা এবং সেই দেশের সামরিক বাহিনীর ও নাগরিকে উপর নৃশংসভাবে হত্যালীলা চালানোয় মার্চের শুরুর দিকে বিশ্বজুড়ে টেনিস ক্রীড়া সংস্থাগুলি দ্রুত রাশিয়ার টেনিস দলের উপর নিষেধাজ্ঞা জারি করে । তবে, সে দেশের টেনিস খেলোয়াড়দের জাতীয় পতাকার অনুপস্থিতিতে ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল ।
শোনা যাচ্ছে, উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এই প্রতিযোগিতায় বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা দানিল মেদভেদেভ, অষ্টম বাছাই আন্দ্রে রুবলেভ ও গতবার উইম্বলডনের সেমিফাইনালিস্ট আর্না সাবালেঙ্কার মতো ক্রীড়াবিদরা এই বারে প্রতিযোগিতায় যাতে অংশ না নিতে পারেন সেই বিষয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছে । অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব জানিয়েছে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে এবং এপ্রিলের মাঝামাঝি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে । ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নাইজেল হাডলেস্টন জসমক্ষে জানিয়েছে ইউক্রনের উপর এই আক্রমণের জন্য রাশিয়ার খেলোয়াড়দের উচিত অন রেকর্ড ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা এবং তা হলেই এই প্রতিযোগিতায় তাঁদের অংশ নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া উচিত হবে ।
আরও পড়ুন: মা হতে চলেছেন, রুশ সুন্দরীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল