এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও অনিশ্চিত ধোনি, দলে থাকছেন পন্থই
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা হতে পারে ৪ সেপ্টেম্বর।
নয়াদিল্লি: টেরিটোরিয়াল আর্মির সঙ্গে জম্মু ও কাশ্মীরে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও অনিশ্চিত মহেন্দ্র সিংহ ধোনি। ফলে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থেরই দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল।
এ বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল ২২টি ম্যাচ খেলবে। নির্বাচকদের লক্ষ্য স্পষ্ট। তাঁরা ভবিষ্যতের কথা ভাবছেন। তাঁরা সীমিত ওভারের ফর্ম্যাট, বিশেষ করে টি-২০ ম্যাচের জন্য তিনজন উইকেটরক্ষককে তৈরি রাখতে চাইছেন।’
ধোনির বিষয়ে এই কর্তার মন্তব্য, ‘অবসরের সিদ্ধান্ত ব্যক্তিগত। অন্য কারও এ বিষয়ে কিছু বলার নেই। তবে নির্বাচকরা ২০২০ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভ পন্থকে বেশি সুযোগ দিতেই পারেন।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা হতে পারে ৪ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর ধর্মশালায়। পরের দু’টি ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালিতে এবং ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। বিসিসিআই সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে যে দল খেলেছিল, সেটিতে বদলের সম্ভাবনা কম। পন্থের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের কথাও ভাবছেন নির্বাচকরা। তবে প্রথম পছন্দের উইকেটরক্ষক অবশ্যই পন্থ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement