এক্সপ্লোর
Advertisement
মলদ্বীপের প্রেসিডেন্টকে ক্রিকেট ব্যাট উপহার দেওয়ায় মোদির প্রশংসায় সচিন, বললেন, ‘ক্রিকেট কূটনীতির সুন্দর উদাহরণ’
সৌজন্য প্রকাশের এই ধরনের প্রশংসা করে মাস্টার ব্লাস্টার বলেছেন, এটি ‘ক্রিকেট কূটনীতির’ সুন্দর উদাহরণ।
নয়াদিল্লি: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই মলদ্বীপ সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সে-দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিকে ভারতীয় ক্রিকেট দলের সই করা ব্যাট উপহার দেন তিনি।উপহার হিসেবে ক্রিকেট ব্যাট বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সচিন তেন্ডুলকর। সৌজন্য প্রকাশের এই ধরনের প্রশংসা করে মাস্টার ব্লাস্টার বলেছেন, এটি ‘ক্রিকেট কূটনীতির’ সুন্দর উদাহরণ।
একটি ট্যুইটবার্তায় সচিন লেখেন, ''বিশ্বকাপ চলাকালীন এটি ‘ক্রিকেট কূটনীতির’ সুন্দর উদাহরণ।''
Thank you for promoting cricket, @narendramodi ji.
Good example of cricket diplomacy during the @cricketworldcup. Hoping to see Maldives on the ???? map soon. https://t.co/wek7p88828
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2019
সেইসঙ্গে ক্রিকেট মানচিত্রে খুব শিগগিরিই মলদ্বীপ জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মলদ্বীপের প্রেসিডেন্টকে ক্রিকেট ব্যাট উপহার দিয়ে একটি ট্যুইট করেন মোদি। তাতে তিনি লেখেন, ‘ক্রিকেট আমাদের যোগসূত্র! আমার সুহৃদ, প্রেসিডেন্ট সোলি ক্রিকেটের বড় ভক্ত। সেইজন্য ১৯-এর বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের সকলের সই করা ব্যাট উপহার দিলাম।’
Connected by cricket!
My friend, President @ibusolih is an ardent cricket fan, so I presented him a cricket bat that has been signed by #TeamIndia playing at the #CWC19. pic.twitter.com/G0pggAZ60e
— Narendra Modi (@narendramodi) June 8, 2019
মোদি বলেন, মলদ্বীপে ক্রিকেটের প্রসার ঘটিয়ে সোলির স্বপ্নপূরণ করতে সাহায্য করবে ভারত। বর্তমানে মলদ্বীপের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত। এছাড়াও সে-দেশে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করারও উদ্যোগ নেবে ভারত, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে। তিনি আরও বলেন,ভারত সরকার মলদ্বীপের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছে। এর আগে মে মাসে বিসিসিআইয়ের একটি দল মলদ্বীপ যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement