এক্সপ্লোর
Advertisement
কোহলি বা স্মিথ নন, এই ব্যাটসম্যানের সঙ্গে নিজের মিল খুঁজে পান সচিন
অজি ক্রিকেটার মারনাস লাবুশানের ব্যাটিং তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়। এক প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, লাবুশানে খুব দ্রুত উঠে আসছে। ও একজন বিশেষ প্রতিভা। ওর ফুটওযার্ক দুরন্ত।
সিডনি: অজি ক্রিকেটার মারনাস লাবুশানের ব্যাটিং তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়। এক প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, লাবুশানে খুব দ্রুত উঠে আসছে। ও একজন বিশেষ প্রতিভা। ওর ফুটওযার্ক দুরন্ত।
অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানলের জন্য তহবিল সংগ্রহ রবিবারের চ্যারিটি ম্যাচে একটি দলের কোচ সচিন। তাঁকে প্রশ্ন করা হয়, এখনকার কোন খেলোয়াড়ের সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। জবাবে সচিন বলেছেন, লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দেখেছিলাম। স্টিভ স্মিথ আহত হওয়ার পর আমি দ্বিতীয় ইনিংসে লাবুশানেকে দেখেছিলাম। আমার সঙ্গে ছিলেন শ্বশুর মশাই। জোফরা আর্চারের ওভারের দ্বিতীয় বলে দুরন্ত একটা শট মারল। এরপর আরও ১৫ মিনিট ওকে ব্যাট করতে দেখি। মনে হয়েছিল, এই খেলোয়াড় খুবই স্পেশ্যাল। ওর ফুটওয়ার্ক খুবই জমাট। ফুটওয়ার্ক শারীরিক নয়, মানসিক। ইতিবাচক মনোভাব না থাকলে পায়ের সঠিক নড়াচড়া হয় না।
২৫ বছরের লাবুশানে গত বছরের ১,১০৪ রান করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। গত আগস্টে অ্যাশেজে স্টিভ স্মিথের জায়গায় কনকাশন পরিবর্ত হিসেবে তিনি সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ দুহাতে কাজে লাগিয়েছেন তিনি। পরপর চারটি হাফসেঞ্চুরি করে অ্যাসেজ সিরিজে ৫০.৪২ গড়ে ৩৫৩ রান করেন লাবুশানে। সচিন বলেছেন, লাবুশানের ফুটওয়ার্কই বলে দেয়, ও মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড়। এবারের গ্রীষ্মে চার সেঞ্চুরি সহ টেস্টে ৮৯৬ রান করেছেন লাবুশানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement