Sachin Tendulkar: তিন সেঞ্চুরির দাপটে হেডিংলেতে ইংরেজদের দুরমুশ করেছিল ভারত, মনে করিয়ে দিলেন সচিন
Ind vs Eng 2021: তিন-তিনটি সেঞ্চুরি। রানের পাহাড়ে ভারত। তারপর বোলারদের কামাল। সব মিলিয়ে ১৯ বছর আগে এই মাঠেই ইংরেজ শিবিরকে দুরমুশ করে টেস্ট ম্যাচ জিতেছিল ভারত।
মুম্বই: তিন-তিনটি সেঞ্চুরি। রানের পাহাড়ে ভারত। তারপর বোলারদের কামাল। সব মিলিয়ে ১৯ বছর আগে এই মাঠেই ইংরেজ শিবিরকে দুরমুশ করে টেস্ট ম্যাচ জিতেছিল ভারত।
বুধবার থেকে সেই হেডিংলেতেই টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। তার আগে ২০০২ সালের স্মৃতিচারণ করলেন মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জানালেন, ১৯ বছর আগে এই মাঠেই জীবনের অন্যতম সেরা টেস্ট ম্যাচ জিতেছিলেন তিনি। হেডিংলেতে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সচিন। শতরান পেয়েছিলেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাট কোহলি বনাম জো রুট শিবিরের দ্বৈরথের আগে ১৯ বছর আগের সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করলেন সচিন।
সালটা ২০০২। ইংল্যান্ড সফরে সেবারও হেডিংলেতে তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড় ১৪৮ রান করেন। সচিন তেন্ডুলকর ১৯৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সৌরভ নিজে করেছিলেন ১২৮ রান। প্রথম ইনিংসে রাহুল দ্রাবিড় আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৩৩৫/৩। সেখানে থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বাঁধেন সৌরভ। ১২৮ রান করে সৌরভ যখন আউট হন তখন ভারতের স্কোর চার উইকেটে ৫৮৪ রান। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৬২৮ রান তুলে ডিক্লেয়ার দিয়েছিল ভারত।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৭৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলো অনের লজ্জার সম্মুখীন হতে হয় তাদের। এরপর দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান তুলে অল আউট বয়ে যায় ব্রিটিশরা। নাসের হুসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় সৌরভ ব্রিগেডের কাছে। সেই ম্যাচে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ইনিংসে হারিয়ে ছিল ভারত। যা আজও ভুলতে পারেননি সচিন তেন্ডুলকর।
মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘২০০২ সালে হেডিংলেতেই আমি খেলেছিলাম। সেঞ্চুরি করেছিলাম। সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা। কঠিন পিচে আমরা বড় রান তুলেছিলাম এবং ইংল্যান্ডকে ইনিংসে হারিয়েছিলাম। সেটা ছিল আমাদের জন্য খুব বড় জয়। আমার সেরা স্মৃতি। এই মাঠে আমার দুর্দান্ত স্মৃতি রয়েছে।’