Sachin Tendulkar: 'আমি ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫ বছর বয়সি যুবক', হঠাৎ কেন এমন বললেন সচিন?
Sachin Tendulkar Birthday: সোমবারই জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকিয়েছেন 'লিটল মাস্টার' সচিন তেন্ডুলকর।
মুম্বই: দিন দু'য়েক আগেই, ২৪ এপ্রিল জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'লিটল মাস্টার'-র জন্মদিনে গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের লোক তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স, শারজা ক্রিকেট ময়দান, সিডনির মাঠের তরফে তাঁর জন্মদিন উপলক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের দশম ওভারে সচিন, সচিন রব তোলার আহ্বান জানিয়েছিল, সেখানে শারজা একটি স্ট্যান্ডের নাম সচিনের নামে নামাঙ্কিত করা হয়। সিডনি ক্রিকেট ময়দানের একটি গেট সচিনের নামে নামাঙ্কিত করা হয়।
২৫ বছর বয়সি যুবক
জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছার ঢলে আপ্লুত 'ক্রিকেটের ঈশ্বর'। নিজের সোশ্যাল মিডিয়া মারফতই জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সচিন। তিনি লেখেন, 'ক্রিকেট মাঠে জেতা ট্রফিগুলির পাশাপাশি মাঠে যে বন্ধুত্বগুলো তৈরি হয়, সেগুলোই জীবনটাকে আরও আনন্দদায়ক করে তোলে। আপনাদের সকলের এত ভালবাসা পাওয়াটা আমার কাছে সত্যিই পরম সৌভাগ্যের। বহু পুরনো ছবি, ভিডিও, মেসেজের মাধ্যমে আমি যে ভালবাসি পেয়েছি, তার জন্য আমার কাছে ধন্যবাদ জানানোর যথেষ্ট ভাষা জানা নেই। এত শুভেচ্ছার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমার বয়স ৫০ নয়, আমি ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫ বছর বয়সি যুবক।'
Along with the trophies you win on the field, the friendships off the field are what make life special. To receive all your love and affection in such abundance has been very heartwarming for me. I’m short of words to explain the warmth I’ve received with all the beautiful…
— Sachin Tendulkar (@sachin_rt) April 27, 2023
সৌরভ প্রসঙ্গে সচিন
আইপিএলে তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। একজন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মেন্টর। অন্যজন দিল্লি ক্যাপিটালসের (DC) ডিরেক্টর অফ ক্রিকেট। তবে বন্ধুত্বে ভাঁটা পড়েনি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে আবেগপ্রবণ।
সোমবার পঞ্চাশ পূর্ণ করছেন সচিন। জন্মদিনের আগে তিনি মজা করে বলেছেন, কেরিয়ারের মন্থরতম হাফসেঞ্চুরি। জন্মদিনের আগে ট্যুইটারে প্রথমবার '#আস্কসচিন' শুরু করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে এক অনুরাগী, যিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সৌরভের ভক্ত বলে পরিচয় দেন, তিনি সচিনের কাছে অনুরোধ করেন দাদাকে নিয়ে একটা শব্দ বলার জন্য। সপ্রতিভ জবাব দেন মাস্টার ব্লাস্টার। লেখেন, 'দাদি'। সঙ্গে ইমোজিও পোস্ট করেন। সৌরভকে ট্যাগও করেন সচিন।
আরও পড়ুন: 'আমাদের হারাই উচিত ছিল', নাইটদের বিরুদ্ধে পরাজয়ের পর বিস্ফোরক অধিনায়ক কোহলি