এক্সপ্লোর
পারুপল্লী কাশ্যপকে বিয়ে করলেন সাইনা নেহওয়াল

ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও পারুপল্লী কাশ্যপ। আজ সাইবারাবাদের রাইদুরগামে সাইনার বাসভবনে বিয়ে হয়। ট্যুইটারে বিয়ের ছবি দিয়েছেন সাইনা। তিনি কাশ্যপকে জীবনের সেরা জুড়িদার বলে উল্লেখ করেছেন।
Best match of my life ❤️...#justmarried ☺️ pic.twitter.com/cCNJwqcjI5
— Saina Nehwal (@NSaina) December 14, 2018
সাইনার বাবা হরবীর সিংহ জানিয়েছেন, ‘আজ সকাল সাড়ে এগারোটায় আইনি মতে বিয়ে করেছে সাইনা। এই অনুষ্ঠান একেবারেই সাধারণ ছিল। সাইনা ও কাশ্যপ পরিবারের লোকজন সহ ৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার রাজ্যপাল ই এস এল নরসিংহও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রবিরার সাইনা ও কাশ্যপের রিসেপশন।’ পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে কাশ্যপের সঙ্গে পরিচয় হয় সাইনার। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। যদিও তাঁরা বিষয়টি গোপন রেখেছিলেন। কিছুদিন আগে তাঁদের সম্পর্কের কথা জানা যায়। এরপরেই তাঁরা বিয়ে করলেন। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















