Sakshi Malik: ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট ফাইলের পর বিক্ষোভ বন্ধ করে দেবেন কুস্তিগীররা? জানালেন সাক্ষী
Wrestlers Protest: কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১৫ জুনের মধ্যে চার্জশিট পেশ করার কথা দেওয়ায় কাল অবধি কুস্তিগীররা নিজেদের বিক্ষোভ বন্ধ রেখেছিলেন।
নয়াদিল্লি: কুস্তুি ফেডারেশনের বিদায়ী প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে বৃহস্পতিবারই (১৫জুন) প্রায় ১৫০০ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন সাতজন কুস্তিগীর। চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। এই চার্জশিটের পরবর্তীতে কুস্তিগীরদের পদক্ষেপ কী হতে চলেছে?
কুস্তিগীরদের পরবর্তী পদক্ষেপ
বিক্ষোভকারীদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষী মালিক (Sakshi Malik) জানান তাঁদের তরফে তাঁদের উকিল চার্জশিটের একটি কপি চেয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। চার্জশিট পাওয়ার পরেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সাক্ষী মালিক এএনআইকে এক সাক্ষাৎকারে জানান, 'চার্জশিটে লেখাই রয়েছে যে ও দোষী। তবে আমাদের উকিলের তরফে চার্জশিটের কপি চাওয়া হয়েছে। যাতে আমরা জানতে পারি ঠিক কী কী ধারায় মামলা দায়ের করা হয়েছে। চার্জশিট হাতে পেলেই আমরা জানতে পারব ধারাগুলি ঠিকঠাক কি না। আমাদের যা যা কথা দেওয়া হয়েছিল, সেইসব কথা রাখা হয়েছে কি না দেখেই আমরা নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপাতত আমরা অপেক্ষা করছি।'
পকসো মামলা খারিজ
তবে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা খারিজ করা হয়েছে। যার জন্য ৫৫২ পাতার রিপোর্টও পেশ করেছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থাকে দিল্লি পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'পকসো বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর আমরা অভিযোগকারীর বিবৃতি নিয়েছিলাম। সেই বিবৃতি অনুযায়ী মামলা বাতিলের অনুরোধ করা হয়েছে। তার জন্য় ১৭৩ সি আর পি সি ধারার অধীনে একটি পুলিশ রিপোর্টও জমা দেওয়া হয়েছে।'
ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করা সাত মহিলাদের মধ্যে এক নাবালিকা যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিলেন। এর দৌলতেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু দিন দশেক আগেই শোনা যাচ্ছিল সেই নাবালিকা নিজের বয়ান বদলে ফেলেছেন। তারপর ব্রিজভূষণের ওপর থেকে পকসো আইনে রুজু করা মামলা তুলে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছিল। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। দিল্লি পুলিশ (Delhi Poilce) পকসো আইনের অধীনে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনও প্রমাণ পায়নি বলেই জানায়।
আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?