এক্সপ্লোর
অস্ট্রেলিয়ান ওপেন: জয় দিয়ে শুরু সানিয়া, বোপান্নার

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে শুরু করলেন ভারতীয় দুই টেনিস তারকা সানিয়া মির্জা ও রোহন বোপান্না৷ এদিন বেলুচ্চি-গঞ্জালেজ জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম রাউন্ডের বাঁধা টপকান বোপান্না-কিউভাস জুটি৷ পুরুষ ডাবলসের এই ম্যাচে বোপান্নারা ৬-৪, ৭-৬ উরিয়ে দেন প্রতিপক্ষকে৷ অন্যদিকে মহিলাদের ডাবলসে নতুন পার্টনার স্ট্রাইকোভার সঙ্গে জুটি বেঁধে সানিয়া মির্জাও টপকে গেলেন তাঁদের প্রথম রাউন্ডের বাঁধা৷ সানিয়া-স্ট্রাইকোভার পক্ষে ফল ৬-৩, ৬-১৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















