Bangar on Kohli: সানরাইজার্সের বিরুদ্ধে বিশেষ ইনিংস খেলবেন বিরাট, মাত্র এক শটেই পূর্বাভাস পেয়েছিলেন বাঙ্গার
Virat Kohli: চলতি আইপিএলের ১৩ ম্যাচে ৫৩৮ রান করেছেন আরসিবি তারকা বিরাট কোহলি।
হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) এক নিজের কেরিয়ারের ষষ্ঠ আইপিএল শতরান হাঁকান। এই শতরানের সুবাদে তিনি আইপিএলের (IPL) ইতিহাসে ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক শতরানের মালিক হয়ে যান। ৬৩ বলে বিরাটের ১০০ রানের ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। কোহলির ব্যাট থেকে বিশেষ ইনিংস আসতে চলেছে, তাঁর পূর্বাভাস একটা শট দেখেই পেয়ে গিয়েছিলেন আরসিবি (Royal Challengers Bangalore) কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)।
বিরাটের শতরানের ইনিংস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, 'বিরাট কী ইনিংসটাই না খেলল। প্রথম ওভারে ও যখন বাউন্ডারি মারে, তখনই মনে হচ্ছিল আমরা বিশেষ কিছু একটার সাক্ষী থাকতে চলেছি। ওই গোটা ইনিংসটা জুড়েই নিজের সেই ছন্দটা ধরে রাখতে সক্ষম হয়েছিল। যে সব সমালোচকরা বলেন যে বিরাট বড় শট খেলতে পারে না, আজকের কিছু শট নিশ্চয়ই তাঁদের ঙুল প্রমাণ করার জন্য যথেষ্ট।'
বিরাট কিন্তু নিজেও এই শতরান হাঁকিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, 'এমন একটা ম্যাচে এই ইনিংস খেলাটা আমার কাছে বিশেষ অনুভূতির। বলটা পিচ পড়ে একটু থেমেই আসছিল। তবে ফাফ (ডুপ্লেসি) স্বপ্নের ছন্দে ব্যাট করছিল। আমি শেষ কয়েকটি ম্যাচে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারিনি। নেটে ঠিকঠাক খেললেও, ম্যাচে উইকেটে নেমে সেই ফর্মটা দেখাতে পারছিলাম না। তাই ইনিংসটা বিশেষ সন্তুষ্টির।'
তবে আইপিএলে টি-টোয়েন্টি ফর্ম্যাটে শতরান হাঁকালেও বিরাটের পাখির চোখ কিন্তু ৭ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।ম্যাচ শেষে কোহলি সাফসাফ জানিয়ে দেন যে সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই কথা মাথায় রেখেই তিনি নিজের টেকনিক থেকে সরে গিয়ে কোনও পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দিতে চান না। কোহলি বলেন, 'আমি কখনও বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। এ বিষয়ে এডেনের (মারক্রাম) সঙ্গেও কথা বলছিলাম বটে। আমাদের তো বছরের ১২ মাসই খেলতে হয়। তাই আমি কোনও পরিস্থিতিতেই ভুলভাল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসতে চাই না। সামনেই তো টেস্ট ম্যাচ রয়েছে, তাই নিজের টেকনিকটা ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।'
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে