এক্সপ্লোর
Advertisement
ওয়াকারের ভয়ে মুখ না খোলার কথা অস্বীকার সরফরাজের
করাচি: পাকিস্তানের প্রাক্তন কোচ ওয়াকার ইউনিসের আমলে দল থেকে বাদ পড়ার ভয়ে মুখ না খোলার কথা অস্বীকার করলেন সরফরাজ আহমেদ। তাঁর দাবি, ‘আমার বক্তব্য ভুল বোঝা হয়েছে এবং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বলেছিলাম, সবসময় দল থেকে বাদ পড়ার ভয়ে থাকি। সেই কারণেই বেশি কথা বলি না।’
আরও পড়ুন, ওয়াকারের আমলে বাদ পড়ার ভয়ে মুখ খুলিনি, বলছেন সরফরাজ
এর আগে পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছিলেন, ‘ওয়াকার ইউনিস কোচ থাকাকালীন দল থেকে বাদ পড়ার ভয়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনওদিন মুখ খুলিনি। বেশি কথা বলতে ভয় লাগে। দল থেকে বাদ পড়তে পারি। অন্য খেলোয়াড়দের এই কারণেই বাদ পড়তে দেখেছি। তাই কিছু বলতে চাই না।’
কিন্তু এখন এই বক্তব্য অস্বীকার করে সরফরাজ বলছেন, ‘ওয়াকার ইউনিস যখন পাকিস্তানের প্রধান কোচ ছিলেন, নির্দিষ্ট করে সেই সময়ের কথা বলিনি আমি। দলের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাকে আমি সবসময় সম্মান জানিয়েছি এবং মেনে নিয়েছি। আমি কোনওকিছুর জন্য ওয়াকারকে দায়ী করেছি, এমনভাবে বিষয়টিকে উপস্থাপিত করা ঠিক নয়। অনেক খেলোয়াড়ই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত হয় না। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়। আমার সঙ্গে ওয়াকারের ভাল সম্পর্ক ছিল। তিনি সবসময় উৎসাহ দিতেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement