এক্সপ্লোর
বিরাটের পর ভারতীয় দলের অধিনায়ক করা হোক একজন বোলারকে, চান সহবাগ

ছবি সৌজন্যে ট্যুইটার
মোহালি: বিরাট কোহলির পর ভারতীয় দলের অধিনায়কের পদে একজন বোলারকে দেখতে চাইছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমি বোলার অধিনায়কের ভক্ত। আমি অধিনায়ক হিসেবে কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আক্রমকে দেখেছি। ভারতে সাধারণত বোলারদের অধিনায়ক করা হয় না। তবে আশা করি বিরাটের পর কোনও বোলারকে জাতীয় দলের অধিনায়ক করা হবে।’ এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টরের ভূমিকায় দেখা যাবে সহবাগকে। তাঁর দলের অধিনায়ক বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ বিষয়ে সহবাগ বলেছেন, ‘আমি ওর সঙ্গে খেলেছি। ওর মানসিকতা আমি জানি। ও পঞ্জাব দলের অধিনায়ক হওয়ার যোগ্য।’ কিংস ইলেভেন পঞ্জাব দল প্রসঙ্গে সহবাগ বলেছেন, ‘গত ১০ বছরে এটাই আমাদের সেরা দল। দলে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের উপযুক্ত সামঞ্জস্য আছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















