Sergio Aguero Retirement: হার্টের সমস্যা, অকালে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো
Sergio Aguero Update: গত ৩০ অক্টোবর ক্যাম্প ন্যুতে আলাভেসের বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় আগুয়েরোকে। তখনই জানা যায়, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে আর্জেন্তিনার তারকার।
বুয়েনস আইরেস: হৃদযন্ত্রের গুরুতর সমস্যা। এমনই পরিস্থিতি যে, চিকিৎসকদের আশঙ্কা, এই পরিস্থিতিতে মাঠে নামলে ফের না কোনও দুর্ঘটনার সাক্ষী থাকতে হয় ফুটবলবিশ্বকে।
অগত্যা ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হলেন সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। চোখের জলে অবসর ঘোষণা করলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার। হৃদযন্ত্রে গুরুতর সমস্যার কারণে ফুটবল খেলা ছাড়লেন তিনি। ১৮ বছরের ফুটবল কেরিয়ার শেষ হল চোখের জলে।
ম্যাঞ্চেস্টার সিটিতে সফল ১০ বছর কাটিয়ে চলতি মরসুমেই ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় (Barcelona) এসেছিলে আগুয়েরো। কাফ মাসলের সমস্যার জন্য মরসুমের শুরুর দিকে খেলতে পারেনি। বার্সেলোনার হয়ে পঞ্চম ম্যাচ খেলার দিনই গুরুতর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে তাঁর। অক্টোবরের শেষের দিকেই বার্সেলোনার হয়ে ম্যাচ খেলার সময় বুকের ব্যথা অনুুভব করেন আগুয়েরো।
পরীক্ষা করা হলে জানা যায়, আগুয়েরোর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা রয়েছে। যে কারণে শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হলেন আর্জেন্তিনার তারকা। বুধবার বার্সেলোনাতেই এক সাংবাদিক সম্মেলন করে নিজের অবসরের কথা ঘোষণা করেন আগুয়েরো। সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন ৩৩ বছরের তারকা।
ম্যাঞ্চেস্টার সিটি থেকে বার্সায় আসার পরে মাত্র পাঁচটি ম্যাচে খেলেছেন আগুয়েরো। একটি গোল করেছেন। কিন্তু অসুস্থতার কারণে ফুটবলকেই চিরবিদায় জানাতে হল বার্সার তারকা ফরওয়ার্ডকে। বুধবার ক্যাম্প ন্যুতে সাংবাদিক সম্মেলনে আগুয়েরো বলেন, ‘আমি ফুটবল খেলা ছেড়ে দিচ্ছি, এটা জানানোর জন্যই এই সাংবাদিক সম্মেলন। আমার জন্য এটি খুবই কঠিন মুহূর্ত। সিদ্ধান্তটা আমি নিজের স্বাস্থ্যের কথা ভেবে নিতে বাধ্য হয়েছি। চিকিৎসকেরা আমাকে খেলা বন্ধ রাখার পরামর্শই দিয়েছেন। আমি প্রায় ১০ দিন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
গত ৩০ অক্টোবর ক্যাম্প ন্যুতে আলাভেসের বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় আগুয়েরোকে। তখনই জানা যায়, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে আর্জেন্তিনার তারকার। স্পেনের এক রেডিও স্টেশন জানায়, প্রথমে যা মনে করা হয়েছিল, সমস্যা তার থেকেও গুরুতর। আগুয়েরো নাকি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন, যার ফলে তাঁর কেরিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে ডামাডোলের মধ্যেই মুম্বইয়ে ধোনি, জানেন কেন?
সেই ম্যাচের পরেই বার্সেলোনা জানায়, আগুয়েরোর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তিনি যে তিন মাসের জন্য ছিটকে গিয়েছেন, সেটাও জানানো হয়। শেষ পর্যন্ত আর মাঠে ফেরাই হল না সদ্য কোপা আমেরিকা জয়ী আগুয়েরোর।