শনিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতার, উপস্থিত থাকবেন শাহরুখ

কলকাতা: আগামী শনিবার লিগ-পর্যায়ের শেষ হোম ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর সেখানে গম্ভীর-বাহিনীকে উদ্দীপ্ত করতে মাঠে উপস্থিত থাকবেন কেকেআর-এর মালিক শাহরুখ খান।
পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকলেও, এলিমিনেটর স্টেজে যাওয়ার ব্যাপারে এখনও সুতোয় ঝুলছে নাইটদের ভাগ্য। বিশেষ করে, শেষের দিকে তিনটি ম্যাচ হেরে বেশ বেকায়দায় দল। ফলে, হাতে আর বাকি একটাই ম্যাচ। সেটা ঘরের মাঠে, শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সদের বিরুদ্ধে।
ফলে, দলের সাফল্য কামনায় মাঠে উপস্থিত থাকবেন কিং খান বলে জানা গিয়েছে। এদিন দলের সিইও ভেঙ্কি মাইসোর জানান, শনিবার তাঁকে (শাহরুখ) মাঠে দেখতে পাবেন। জানা গিয়েছে, শাহরুখের সঙ্গে বলিউডের বড় একটা ব্যাটালিয়ন আসছে, যাঁরা কেকেআর-এর হয়ে গলা ফাটাবেন।
প্রসঙ্গত, এবছর কেকেআর-এর খেলায় শাহরুখকে খুব একটা মাঠে দেখা যাচ্ছে না। গতমাসে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দলের প্রথম খেলায় তাঁকে রাজকোটে দেখা গিয়েছিল। সেই শেষ। আর মাঠমুখো হননি ‘বাদশা’। ওই ম্যাচে দল ১০ উইকেটে জিতেছিল। ফলে, দলের ক্রিকেটাররাও চাইছেন, শাহরুখ যাতে মাঠে উপস্থিত থাকুন।






















