SL vs BAN: এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে কাকে দুষলেন শাকিব?
Asia Cup 2022: বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে শাকিব আল হাসানের দল টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে।
দুবাই: তীরে এসে তরী ডুবেছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছে বাংলাদশে। বোর্ডে বিশাল রান তুলেও হারতে হয়েছে। অধিনায়ক হিসেবে শাকিব আল হাসানের বোলার নির্বাচন ও সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ম্য়াচ হারের পর নিজেদের ভুল স্বীকার করে নিলেন স্বয়ং বাংলাদেশ অধিনায়কও। কী বলেন?
ম্যাচ হেরে শাকিবের স্বাকীরোক্তি
এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব আল হাসান বলেন, ''আমার মনে হয় কয়েকটা বাজে ওভার আমাদের ম্যাচ থেকে ছিটকে দিল। শেষ ওভারে ওঁদের ৮ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু আমরা ডেথ ওভারে একদমই ভাল বল করতে পারিনি। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা দ্রুত উইকেট তুলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বোলাররা তাঁদের পরিকল্পনা মাফিক খেলতে পারেনি। তাই শেষ ওভারে আমাকে স্পিনার নিয়ে আসতে হয়।''
বাঁহাতি তারকা অলরাউন্ডার আরও বলেন, ''গত ছয় মাসে আমরা একদমই ভাল খেলতে পারিনি। কিন্তু গত ২ টো ম্যাচে আমরা লড়াই করেছি। বিশ্বকাপের মঞ্চে আলাদা লড়াই হবে। আলাদা চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের সমর্থকদের প্রতি আমরা ক্ষমাপ্রার্থী। যখনই আমরা মাঠে নেমেছি, এই সমর্থকদের সমর্থন পেয়েছি।''
উল্লেখ্য, এশিয়া কাপের আয়োজক দেশ তারা। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তাদের দেশেই। কিন্তু শ্রীলঙ্কার অশান্ত পরিস্থিতির জন্য টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় মরুদেশে।
নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। পরপর দুই ম্যাচ হেরে খালি হাতে দেশে ফিরছেন শাকিব আল হাসানরা। আফগানিস্তানের পর গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। তবে আয়োজক দেশ হওয়ায় পয়েন্ট কম থাকলেও গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে গেল শ্রীলঙ্কা।
দুই দলের কাছেই ছিল মরণ-বাঁচন পরিস্থিতি। প্রথম ম্যাচে দুই দলই আফগানিস্তানের কাছে হেরেছে। এশিয়া কাপের সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মহম্মদ নবির আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারা জিতবে, তারাই দ্বিতীয় দল হিসাবে পৌঁছে যাবে সুপার ফোরে। পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
আরও পড়ুন: প্রতিপক্ষ যখন ভক্ত! ম্যাচ হেরে ভারতের ড্রেসিংরুমে হং কং ক্রিকেটারেরা