এক্সপ্লোর
আইপিএল-এর সেরা একাদশ বাছলেন ওয়ার্ন, অধিনায়ক ধোনি
![আইপিএল-এর সেরা একাদশ বাছলেন ওয়ার্ন, অধিনায়ক ধোনি Shane Warne Picks His All Time Ipl Playing Xi আইপিএল-এর সেরা একাদশ বাছলেন ওয়ার্ন, অধিনায়ক ধোনি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/23145355/dhoniwrane.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আইপিএল-এ নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনার শেন ওয়ার্ন। তাঁর এই দলে নেই সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। একইসঙ্গে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারকেই নিজের দলে রাখেননি ওয়ার্ন। তাঁর পছন্দের দলে চার বিদেশি হলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, জ্যাক কালিস ও লসিথ মালিঙ্গা। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
ফেসবুকে এই দল ঘোষণা করেছেন ওয়ার্ন। ওপেনার হিসেবে আছেন গেইল ও ম্যাকালাম। তিন নম্বরে কালিস। চার নম্বরে বিরাট কোহলি। তাঁর নামের বানান ভুল লিখেছেন ওয়ার্ন। ‘কোহলি’ হয়ে গিয়েছেন ‘খোলি’। পাঁচ নম্বরে রোহিত শর্মা। ৬ নম্বরে যুবরাজ সিংহ। সাত নম্বরে ধোনি। এরপর রবীন্দ্র জাডেজা, হরভজন সিংহ, মালিঙ্গা ও উমেশ যাদব।
অনেক ক্রিকেটপ্রেমীই ওয়ার্নের এই দল নিয়ে খুশি নন। আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের অন্যতম সুরেশ রায়নাকে দলে না রাখায় অনেকেই ওয়ার্নের সমালোচনা করছেন। কালিস ও উমেশ দলে থাকায় অনেকেই অবাক। রবিচন্দ্রন অশ্বিনের বদলে হরভজনকে দলে নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনায় সরব অনেক ক্রিকেটভক্ত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)