Shoaib Akhtar: কেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ওপর ক্ষেপে উঠলেন আখতার?
The Hundred: স্টোইনিসকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhter)।
লন্ডন: পাকিস্তানের বোলারের দিকে ইঙ্গিতে বল ছোড়ার অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। বোলিং অ্যাকশন নিয়ে কাঠগড়ায় মহম্মদ হাসনাইন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ করা হল। এবার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আঙুল তুলেছেন হাসনাইনের দিকে। স্টোইনিসকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhter)।
ঘটনাটি দ্য হান্ড্রেডের। সাদার্ন ব্রেভ এবং ওভাল ইনভিন্সিবলস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সাদার্ন ব্রেভ। ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে মিড অফে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কাস স্টোইনিস।
বিতর্কের সূত্রপাত এরপরই। মাঠ ছাড়ার সময় হাতের ইশারায় স্টোইনিস দেখাচ্ছিলেন, বল ছুড়েছেন হাসনাইন। অর্থাৎ তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভেঙেছে। স্টোইনিসের ভিডিও ভাইরাল হতে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান এবং হাসনাইনের সমর্থকরা তো বটেই, নিরপেক্ষ সমর্থকদের বড় একটি অংশ স্টোইনিসের এমন আচরণের কড়া সমালোচনা করেছেন। শোনা যাচ্ছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
শোয়েব আখতার এই ঘটনা এবং মার্কাস স্টোইনিসের এই আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি আইসিসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। শোয়েব আখতার বলেছেন, 'কোনও খেলোয়াড়কে এ ধরনের কাজ করতে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ‘স্টোইনিস লজ্জাজনক কাজ করেছে। ওর এত সাহস কী করে হল? আইসিসিও এই ঘটনা নিয়ে চুপ করে আছে।’
জ্যাকসের কামাল
দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার নজির গড়েছিলেন উইল স্মিড। এবার তাঁকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন উইল জ্যাকস (Will Jacks)। ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা কার্যত একার হাতে ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।
রবিবার দ্য ওভালে দ্য হান্ড্রেডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইনভিন্সিবলস ও সাদার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রেভ। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। কুইন্টন ডি'কক ৮, জেমস ভিন্স ১৫, অ্যালেক্স ডেভিস ৪, মার্কাস স্টোইনিস ৩৭, টিম ডেভিড ২২, রস হোয়াইটলি ১৮ ও জেমস ফুলার অপরাজিত ১১ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন রিজ় টপলে। ১টি করে উইকেট দখল করেন স্যাম কারান ও মহম্মদ হাসনাইন।
জবাবে ব্যাট করতে নেমে ৮২ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায় ওভাল ইনভিন্সিবলস। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। তিনি ২৭ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান। সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে। জ্যাকসের ১০৮ রানের ইনিংসটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। তিনি টপকে যান উইল স্মিডের ১০১ রানের ইনিংসকে।
আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ