Shreyas Iyer: বোর্ডের শাসানিতে হয়েছে কাজ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রঞ্জিতে খেলবেন শ্রেয়স
Ranji Trophy 2024: দক্ষিণ আফ্রিকা সফরে একাদশে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি ব্যাটার। ২ টেস্টে যথাক্রমে করেছেন ৩১, ৬, ০ ও ৪ রান।
মুম্বই: রঞ্জি ট্রফি খেলবেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সেই সিরিজের আগে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচেই খেলতে দেখা যাবে এই তরুণ ডানহাতি ব্য়াটারকে। রঞ্জি ট্রফির ২০১৯-১৯ মরশুমের পর প্রথমবার রঞ্জিতে খেলতে দেখা যাবে শ্রেয়সকে। হায়দরাবাদে আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে শ্রেয়সের সামনে।
দক্ষিণ আফ্রিকা সফরে একাদশে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি ব্যাটার। ২ টেস্টে যথাক্রমে করেছেন ৩১, ৬, ০ ও ৪ রান। খারাপ পারফরম্যান্সের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন। এমনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ যে খেলেছিলেন শ্রেয়স তা ছিল লাল বলের ফর্ম্য়াটে ৯ মাস পরে তাঁর খেলতে নামা। এর আগে গত বছর ফ্রেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নেমেছিলেন শ্রেয়স। আইপিএলে খেলেননি শ্রেয়স। এরপর টেস্ট চ্য়াম্পিয়নশিপে ফাইনাল ও ক্যারিবিয়ান সফরেও চোটের জন্য খেলতে পারেননি। কিন্তু এরপর বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ১১ ইনিংসে ৬৬.২৫ গড়ে ব্যাটিং করে ৫৩০ রান করেছিলেন শ্রেয়স। দুটো শতরান ও তিনটি অর্ধশতরান ছিল ঝুলিতে।
শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় একাদশে সুযোগ পেলেও, তা কাজে লাগাতে ব্য়র্থ হন। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর শট নির্বাচন ঘিরে প্রশ্ন ওঠে। নির্বাচকরা শ্রেয়সের শট নির্বাচন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এবং সেকারণেই গত টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রেয়সকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হলেও, আফগানদের বিরুদ্ধে তাঁকে দলে সুযোগ দেওয়া হয়নি। নির্বাচকরা চেয়েছিলেন শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলুন। তবে শ্রেয়স তার বদলে কিছু সময় ছুটি কাটাতে চেয়েছিলেন। তাঁর এহেন মনোভাব নির্বাচকদের মনঃপুত হয়নি। সেই কারণেই তাঁকে আফগানিস্তান সিরিজ় থেকে বাদ দেওয়া হয় বলে খবর।
তবে শ্রেয়স অবশেষে রঞ্জি ম্যাচ খেলতে রাজি হন এবং তাঁকে মুম্বইয়ের রঞ্জি দলেও ডাকা হয়েছে। ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলা মুম্বই বনাম অন্ধ্রপ্রদেশের ম্যাচে শ্রেয়সকে খেলতে দেখা যাবে। এরপর শ্রেয়স এবং ঈশান কিষাণ আবার কবে সুযোগ পাবেন, তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।