এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'শুভমান পৃথ্বীর চেয়ে ভালো', চোট সারিয়ে ফিরে ঈশানের পারফরম্যান্সে মুগ্ধ সৌরভ
নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারতের তরুণ দল। তাদের এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসিত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে ব্যাটসম্যান শুভমান গিল ও পেসার ঈশান পোড়েলের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। শুভমানের মধ্যে প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লারা ও কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের ঝলক দেখতে পেয়েছেন সৌরভ।
সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গিল ৯৪ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটিংয়ে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৭২ রান।
এরপর ভারতের ফাস্ট বোলার ও স্পিনাররা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে দেয়। ভারত ২০৩ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে পৌঁছয়। বাংলার পেসার ঈশান পোড়েল মাত্র ১৭ রানে ৪ উইকেট নেন। অনুকূল রয় ও রিয়ান প্রয়াগ নেন দুটি করে উইকেট।
এই সেঞ্চুরি গিলের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম। চলতি টুর্নামেন্টে পঞ্জাবের এই ব্যাটসম্যান পরপর চারটি ইনিংসে ৫০-এর বেশি রান করলেন। যুব বিশ্বকাপের পরপর চার ম্যাচে তাঁর স্কোর-৬৩,৯০*, ৮৬ এবং ১০২*।
সৌরভ বলেছেন, আমার মনে হয় শুভমান গিব পৃথ্বী শ-র থেকে ভালো প্লেয়ার। ও-ই এই দলের সেরা প্লেয়ার। ও কিছুটা ব্রায়ান লারা ও কেন উইলিয়ামসনের মতো। নতুন বলে বিধ্বংসী স্পেল করেছে ঈশান। টুর্নামেন্টের শুরুতেই চোট পেয়েছিল ও। প্রায় সপ্তাহখানেক খেলতে পারেনি। ওকে দলে ফিরে আসতে দেখে ভালো লেগেছে। ফিট হয়ে ফিরে এসে দুরন্ত বোলিং করল। ওরা সত্যি স্পেশ্যাল।
অনূর্দ্ধ ১৯ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য বিসিসিআইয়ের প্রশংসা করেছেন সিএবি সভাপতি। তিনি বলেছেন, গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো এতটাই উন্নত হয়েছে বলেই অনূর্দ্ধ ১৯ দলও এত শক্তিশালী হয়ে উঠেছে।
ভারতের যুব দলের এই দুরন্ত পারফরম্যান্স নিয়ে এতটুকু বিস্মিত নন সৌরভ। কিনি বলেছেন, ওদেরকে আমি খেলতে দেখেছি। তখনই বুঝেছি অন্য দলগুলির থেকে ভারতের পার্থক্য অনেকটাই।
ভারতের তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত যথেষ্ট উজ্জ্বল বলেও মন্তব্য করেছেন সৌরভ।
তিনি বলেছেন, শুধু পাকিস্তানই নয়, প্রত্যেকটা দলকেই এভাবেই হারিয়েছে ওরা। দুই ফাস্ট বোলার শিবম মাভি ও কমলেশ নারারকোটি ১৭-১৮ বছর বয়সেই ১৪০ কিমি গতিতে বল করছে। অসমের অনুকূলের তো ভবিষ্যত খুবই উজ্জ্বল। বাঁহাতি স্পিনার অভিষেক শর্মাও দারুণ।
সৌরভ আরও বলেছেন, শুভমান, পৃথ্বী ও উইকেটরক্ষক হার্ভিক দেশাই..বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে। এটা ভবিষ্যতের ইঙ্গিত এবং এদের মধ্যে বেশিরভাগই আগামী কয়ের বছরে সর্বোচ্চ পর্যায়ে খেলবে। এই টুর্নামেন্টে ভারতের সঙ্গে অন্যান্যদলগুলির পার্থক্য অনেকটাই।
ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সহজেই জেতা উচিত বলেও মনে করছেন সৌরভ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছিল ভারত। যদি খুব খারাপ দিন না হয়, তাহলে ফাইনালেও একপেশে ম্যাচেই ভারত জিতবে বলে মনে করছেন সৌরভ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement