এক্সপ্লোর
Advertisement
কাল দ্বিতীয় টি-২০ ম্যাচ, পেস বোলিং কম্বিনেশনে বদল আনার ইঙ্গিত রোহিতের
ভারতীয় শিবির সূত্রে খবর, আগামীকাল বাঁ হাতি পেসার খলিল আহমেদের বদলে খেলার সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর। এছাড়া আর কোনও বদলের সম্ভাবনা কম।
রাজকোট: প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল রাজকোটে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজে টিকে থাকতে গেলে কাল জিততেই হবে ভারতকে। ফলে সতর্ক এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি রণকৌশল তৈরিতে ব্যস্ত। বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলার লক্ষ্যে ভারতীয় দলের পেস বোলিং কম্বিনেশনে বদল আনার ইঙ্গিত দিয়েছেন রোহিত।
ম্যাচের আগের দিনের সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘দলের উপর ভাল পারফরম্যান্স দেখানোর চাপ আছে। এর বেশি কিছু নয়। কোনও একটি বিভাগের উপর চাপ নেই। আগের দিন আমাদের বোলিং বিভাগ পরাজিত হয়নি, দল হিসেবে আমরা হেরে গিয়েছি। তাই গোটা দলের উপরেই নজর থাকবে। আগের দিন যে ভুল করেছি, তার পুনরাবৃত্তি করা চলবে না। দিল্লিতে পিচ দেখে পেস বোলিং কম্বিনেশন ঠিক করা হয়েছিল। আজ এখানকার পিচ দেখে বোলিং লাইনআপ নিয়ে চিন্তাভাবনা করব।’
ভারতের অধিনায়ক আরও বলেছেন, ‘ব্যাটসম্যানদের নিজেদের কাজ করতে হবে। বোলারদেরও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিতে হবে। আমাদের ব্যাটিং ভালই হচ্ছে। তাই ব্যাটিং বিভাগে বদলের প্রয়োজন নেই। তবে পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভারতীয় শিবির সূত্রে খবর, আগামীকাল বাঁ হাতি পেসার খলিল আহমেদের বদলে খেলার সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর। এছাড়া আর কোনও বদলের সম্ভাবনা কম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement