ICC Ranking: ওয়ান ডে ক্রমতালিকায় একধাপ এগােলেন স্মৃতি, আটে নেমে গেলেন হরমনপ্রীত
ICC ODI Ranking: তালিকায় স্মৃতি ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চামিরা আথাপাত্তু। তিনে রয়েছেন বেথ মুনি।
দুবাই: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (One Day Series) পর ওয়ান ডে ক্রমতালিকায় একধাপ এগােলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তিনি ৬ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে দু-ধাপ নেমে গিয়েছেন হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের তারকা ব্যাটার নাতালি স্ক্রিভার ব্রান্ট এই ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। তবে আইসিসির নতুন প্রকাশিত ক্রমতালিকায় উন্নতি করেছেন ২ জন বাংলাদেশের ক্রিকেটার।
তালিকায় স্মৃতি ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চামিরা আথাপাত্তু। তিনে রয়েছেন বেথ মুনি। চতুর্থ স্থানে রয়েছেন লওড়া ওলভার্ডট। এলিসা হিলি পাঁচে রয়েছেন। সপ্তম স্থানে রয়েছেন মেগ ল্যানিং। নয়ে রয়েছেন এলিসা পেরি ও দশ নম্বরে রয়েছেন স্তেফানি টেলর।
নির্বাসিত হরমনপ্রীত
আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যিও হল। আইসিসির (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দুই ভিন্ন কাণ্ডে দুইবার আচরণবিধি ভঙ্গের দায়েই হরমনপ্রীতকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাসিত করল।
হরমনপ্রীত নিজের দোষ স্বীকার করে, আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আখতার আমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবং সেই কারণেই আর বিচারক্রিয়ার প্রয়োজন হয়নি। সঙ্গে সঙ্গেই হরমনপ্রীতের ওপর এই শাস্তি লাগু করা হয়। প্রথম ঘটনাটি শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেওয়ার পর। আউট হয়েই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। এখানেই শেষ নয়, উপরন্তু তাঁর আরও ২৫ শতাংশ ম্যাচ ফি আম্পায়ারের সমালোচনা করায় কাটা যায়। আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনও ঘটনার সর্বসমক্ষে সমালোচনা করার জন্য এই শাস্তি দেওয়া হয় ভারতীয় অধিনায়ককে।
লেভেল ২ দোষ করলে কোনও খেলোয়াড়ের ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন বা চার ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। লেভেল ১ দোষ করলে ২৫ থেকে ৫০ শতাংশ ম্যাচ ফি কাটার পাশাপাশি এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসাবে দেওয়া হয়। হরমনপ্রীত কৌর সেই হিসাবেই শাস্তি পেয়েছেন।