এক্সপ্লোর
কুম্বলেকে কড়া মাস্টারমশাই মনে হয়নি কখনও, বললেন ঋদ্ধিমান

কলকাতা: সহ ক্রিকেটারদের কেউ কেউ বিদায়ী কোচ অনিল কুম্বলেকে কড়া মাস্টারমশাই বলে ভাবলেও তিনি তা মনে করেন না বলে জানালেন শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ৩-০ ফলে হারিয়ে দেশে ফেরা ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠায় গত জুনে বাধ্য হয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদ ছাড়েন কুম্বলে। প্রাক্তন টেস্ট অধিনায়ক প্রকাশ্যে বলেন, বর্তমান ভারতীয় অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্ক টিকে থাকার নয়। ঋদ্ধিমান বলেন, ওনাকে সেরকম মনে হয়নি আমার। কোচ হিসাবে একটু-আধটু কঠোর তো হতেই হয়। কারও মনে হয়েছে, উনি খুব কড়া, কারও তা মনে হয়নি। অনিল ভাইয়ের শাসন আমার কাছে কখনই সেরকম লাগেনি। রবি শাস্ত্রীর কোচিং স্টাইল কুম্বলের থেকে কতটা আলাদা, ব্যাখ্যা করে ঋদ্ধিমান বলেছেন, অনিল ভাই চাইতেন ৪০০, ৫০০, এমনকী ৬০০ রানের বিরাট ইনিংস। তারপর বিপক্ষকে ১৫০-২০০ রানের ভিতরে শেষ করে দিতে বলতেন। সেটা সবসময় সম্ভব নয়। অন্যদিকে রবিভাই সবসময় আমাদের বিপক্ষকে মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিতে বলেন। একমাত্র এই ফারাকটুকুই দেখি আমি। এটা বাদ দিলে দুজনেই ইতিবাচক সুরে কথা বলেন। রবি ভাই ডিরেক্টর থাকার সময় বেশ আগ্রাসী, আক্রমণাত্মক ছিলেন। নতুন ভূমিকায় টিমের সঙ্গে উনি আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছেন বলে মনে হয়। বিরাটের খুব প্রশংসা করেছেন ঋদ্ধিমান। বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দারুণ করছে ও, টিমের প্লেয়ারদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে। একসঙ্গে খেতে, বেড়াতে যাই আমরা সবাই। আমাদের সঙ্গে সবসময় মিশছে। এটা ওর প্লাস পয়েন্ট। ব্যাটিংয়ের দিক থেকে শ্রীলঙ্কা টিমের টেম্পারামেন্ট দুর্বল, এতে তাঁদের সুবিধা হয়েছে বলে ধারণা ঋদ্ধিমানের। সদ্যসমাপ্ত সিরিজে 'কট সাহা বোল্ড মহম্মদ সামি' শব্দবন্ধটি চালু হয়েছে। ঋদ্ধিমান মনে করেন, বাংলার প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁরা দুজনে একসঙ্গে এত ম্যাচ খেলেছেন যে, অঘোষিত বোঝাপড়া আপনা থেকেই তৈরি হয়ে গিয়েছে। তারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। সামির গুণগান করে তিনি বলেন, চোট সারিয়ে ফিরে আগ্রাসী বোলিং করে যাচ্ছে। ওর, দলের পক্ষেও এটা দারুণ ব্যাপার। বল দারুণ স্যুইং করাচ্ছে, ব্যাটের বাইরের খোঁচায় বল জমা পড়ছে আমার হাতে। বাংলার হয়েও এমনটা করে চলেছি দুজনে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















