এক্সপ্লোর
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বই লেখা প্রায় শেষ, বায়োপিকে নিজেই অভিনয় করতে চান, জানালেন সোনু
সোনুর বায়োপিক কবে হবে, সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না।
![পরিযায়ী শ্রমিকদের নিয়ে বই লেখা প্রায় শেষ, বায়োপিকে নিজেই অভিনয় করতে চান, জানালেন সোনু Sonu Sood gives only one pre-condition for his biopic পরিযায়ী শ্রমিকদের নিয়ে বই লেখা প্রায় শেষ, বায়োপিকে নিজেই অভিনয় করতে চান, জানালেন সোনু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/19000455/sonu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: লকডাউনের শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে সমাজসেবা শুরু করেছিলেন। তারপর থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন সোনু সুদ। তিনি আর্থিকভাবে সমস্যায় থাকা পড়ুয়াদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করেছেন। বড়পর্দায় খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও, বাস্তবে সারা দেশে নায়ক হয়ে উঠেছেন সোনু। তাঁর বায়োপিক তৈরির একাধিক প্রস্তাব রয়েছে। এ বিষয়ে এই অভিনেতা জানিয়েছেন, যদি কোনওদিন তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হয়, তাহলে তিনি নিজেই অভিনয় করতে চান।
একটি সাক্ষাৎকারে সোনু বলেছেন, ‘আমার জীবন নিয়ে ছবি করার সময় এখনও আসেনি। আমার অন্য অনেক কাজ আছে। অন্য অনেক লক্ষ্যপূরণ করতে হবে। তবে অনেক প্রযোজকই আমার জীবনের গত কয়েকমাস নিয়ে একাধিক ছবি তৈরির প্রস্তাব দিয়েছেন। যদিও পর্দায় আমার জীবন দেখার জন্য তৈরি কি না জানি না।’
সোনু আরও বলেছেন, ‘রোজ কয়েকশো মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেককিছু করার আছে। ঈশ্বর আমাকে সমাজের জন্য কিছু করার সুযোগ দিয়েছেন। আমি কী অর্জন করেছি, বসে বসে সেটা ভেবে উল্লসিত হলে চলবে না। তবে যদি আমার বায়োপিক হয়, তাহলে নিজেই অভিনয় করব। আমার মনে হয়, বায়োপিকে নিজেই অভিনয় করার অধিকার অর্জন করেছি। বায়োপিকের ক্ষেত্রে এটাই আমার একমাত্র শর্ত থাকবে।’
বায়োপিক কবে হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে করোনা আবহে পরিযায়ী শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে বই লিখছেন সোনু। কিছুদিনের মধ্যেই সেই বই প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)