এক্সপ্লোর
Advertisement
জনতা কার্ফু সমর্থনের আহ্বান জানিয়ে ট্যুইট সৌরভের
ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে চলা ও নিজেদের বিশেষ প্রয়োজন না হলে ঘরবন্দি করে রাখাই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সেরা পথ।
কলকাতা: তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে অনেক জল্পনা হয়েছে। অনেকে বলেন তিনি একসময় বামঘনিষ্ঠ ছিলেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে জল্পনা চলেছিল। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তাঁর সুসম্পর্ক। তবে তিনি নিজে বরাবর এসব নিয়ে নীরবতা বজায় রেখেছেন। তৈরি করেছেন নিজের অরাজনৈতিক ভাবমূর্তি।
সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি নরেন্দ্র মোদির উদ্যোগকে সমর্থন জানালেন। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী রবিবার জনতা কার্ফু-র ডাক দিয়েছেন। ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের ঘরবন্দি করে রাখার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মোদি। সেই আবেদনে সামিল হওয়ার ডাক দিলেন সৌরভও।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ ট্যুইট করেছেন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ২২ মার্চ সকাল ৭টা থেকে জনতা কার্ফু পালন করুন। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।’
সৌরভ আরও লিখেছেন, ‘ইতিহাসে প্রথমবার সমগ্র বিশ্ব আজ বিপদের মুখে। করোনার বিরুদ্ধে ভারত লড়াই করছে।’
ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে চলা ও নিজেদের বিশেষ প্রয়োজন না হলে ঘরবন্দি করে রাখাই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সেরা পথ। মোদির ‘জনতা কার্ফু’ উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও। বলা হয়েছে, সঠিক পদক্ষেপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement