এক্সপ্লোর
বালুরঘাটে নিজের মূর্তি উদ্বোধন সৌরভের

বালুরঘাট: ১০ বছর পর ফের ট্রেন-সফর। শুক্রবার রাতে পদাতিক এক্সপ্রেসে ওঠা। গন্তব্য বালুরঘাট। সেখানে যে নিজেরই হাতে নিজের মূর্তি উদ্বোধন! ট্রেনেও বিভ্রাট। প্রথমে প্রথমে সিট বিভ্রান্তি। শেষমেষ সমস্যা মিটিয়ে রাতভর যাত্রা। শনিবার সকালে বালুরঘাট স্টেডিয়ামে নিজের মূর্তি উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অবিস্মরণীয় মুহূর্ত। যা চাক্ষুষ করতে হাজির হাজারে হাজারে মানুষ। ভারতের অন্যতম সেরা অধিনায়ককে একবার সামনে থেকে দেখা। প্রাক্তন জাতীয় অধিনায়কের নিজের হাতেই নিজের মূর্তি উদ্বোধন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। মূর্তি উদ্বোধন হল বটে, কিন্তু স্রেফ প্রশাসনিক সমস্যার জেরে তা স্টেডিয়ামে স্থাপন করা গেল না। তবে, সহজাত রসবোধ দিয়েই সে-বিতর্ক ওড়ালেন সৌরভ। বললেন, মূর্তি স্টেডিয়ামে স্থাপন করা না গেলে সোজা বাড়ি নিয়ে যাবেন। পাশাপাশি, এদিন বালুরঘাটে এসে জেলার ক্রিকেটের পরিকাঠামোগত উন্নতির জন্য যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন সিএবি সভাপতি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















