এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজে বিরাট ভূমিকা নেবে স্পিনাররা, বলছেন ধোনি
নয়াদিল্লি: নিজে দলে না থাকলে কী হবে, ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় টেস্ট দলের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর মতে, এই সিরিজে স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রায় দু বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। তিনি পাঁচ দিনের ক্রিকেটকে মিস করেন। তবে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আফশোস নেই। ধোনি বলছেন, সারা জীবনই খেলার প্রতি ক্রিকেটারদের আকর্ষণ থাকে। সেই কারণেই তাঁরা ধারাভাষ্য বা জুনিয়র দলের কোচ হিসেবে কাজ করতে চান। তবে তিনি খেলা থেকে দূরে থাকার সময়টা পরিবারকেই দিচ্ছেন। ৩০ বছর বয়স হয়ে যাওয়ার পর শরীর ফিট রাখার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়। তিনি সেটাই করছেন। জিমে অনেক বেশি সময় কাটাচ্ছেন, দৌড়চ্ছেন। গত ১০ বছর ধরে দেশে-বিদেশে ঘোরা এবং খাদ্যাভ্যাসের প্রভাব পড়েছে শরীরের উপর। তাই এখন শরীর ঠিক করার চেষ্টা করছেন।
তবে টেস্ট দল থেকে দূরে থেকেও বিরাট কোহলিদের পারফরম্যান্সের দিকে নজর রাখছেন ধোনি। তাঁর মতে, বর্তমানে ভারতীয় দলে ৮ থেকে ১০ জন ভাল মানের পেস বোলার আছেন। তাঁরা যেমন গতিতে বল করতে পারেন ঠিক তেমনই সুইংও করতে পারেন। তাঁদের মধ্যে দলে ঢোকার জন্য প্রতিযোগিতা চলছে। এটা দলের পক্ষে ভাল। তবে পেসাররা যেন চোট না পান, তার দিকে নজর রাখতে হবে।
বোলারাদের পাশাপাশি ভারতীয় দলের ব্যাটসম্যানদেরও প্রশংসা করছেন ধোনি। তাঁর মতে, ব্যাটিং লাইনআপে প্রথম ৬টি জায়গা নিয়ে চিন্তা নেই। দু-একটি নতুন মুখ থাকলেও সমস্যা হওয়ার কথা নয়। সবারই উপমহাদেশের বাইরে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে তাঁরা ভাল ব্যাটিং করবেন বলেই আশা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement