Sports Highlights: এশিয়া কাপে সেমিতে আফগানিস্তান, ঝুলনকে সার্টিফিকেট, দেখে নিন খেলার সেরা খবরের এক ঝলক
Today Sports Highlights: টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেটে মাইলস্টোন শাকিবের। ঝুলনের প্রশংসায় হরমনপ্রীত কৌর। এক ঝলকে দেখে নেওয়া যাক দিনের সেরা খেলার খবরের এক ঝলক।
কলকাতা: এশিয়া কাপের সেমিফাইনালে আফগানিস্তান (Afganistan)। বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় নবিদের। টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেটে মাইলস্টোন শাকিবের। ঝুলনের প্রশংসায় হরমনপ্রীত কৌর। এক ঝলকে দেখে নেওয়া যাক দিনের সেরা খেলার খবরের এক ঝলক।
আফগানদের জয়
১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যক্তিগত ১১ রানের মাথায় শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজিবুল্লাহ জাদরান। হাজরতউল্লাহ জাজাই ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে। অধিনায়ক মহম্মদ নবি ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে আর কোনও উইকেট হারাতে হয়নি আফগানদের। ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে নাজিবুল্লাহ জাদরান ছিলেন বিধ্বংসী মেজাজে। ১৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
শাকিবের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ
এশিয়া কাপের মঞ্চে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০০ তম ম্যাচ খেলে ফেললেন শাকিব আল হাসান। এবারের টুর্নামেন্টের বাংলাদেশের অধিনায়ক তিনি।
ঝুলনের প্রশংসায় হরমনপ্রীত
আগামী মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে উড়ে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সিরিজেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ সিরিজ খেলবেন ঝুলন গোস্বামী। অভিজ্ঞ ভারতীয় পেসারের প্রশংসায় এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটিই হতে চলেছে ঝুলন গোস্বামী। মহিলা ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ''আমি ঝুলনদির থেকে অনেক কিছু শিখেছি। এখনও, আজকের দিনেও সেই একই রকম পারফর্ম করে যাচ্ছেন উনি। এতটা দায়বদ্ধ আজকালকার দিনে খুব কম বোলারকেই দেখতে পাওয়া যায়।'' ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১২টি টেস্ট, ২০১টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
রেকর্ড অধিনায়ক রোহিতের
পাক ম্যাচে ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্যর্থ হলেও, তিনিও কিন্তু এক অনন্য নজির গড়ে ফেলেছেন। তবে তা অধিনায়ক হিসাবে। ভারতীয় টি-টোয়েন্টির দলের হয়ে ৩৬তম ম্যাচে অধিনায়কত্ব করে রোহিত শর্মা ৩০তম ম্যাচ জিতলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও অধিনায়কের এত দ্রুত ৩০টি বিশ ওভারের ম্যাচ জয়ের রেকর্ড নেই। রোহিত আজগার আফগানের ৩৯ ম্যাচে ৩০ জয়ের রেকর্ড ভেঙে দিলেন। বুধবার যদি রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ম্যাচ জেতে, তাহলে তা হবে রোহিতের ৩১তম জয়। ফলে তিনি বিরাট কোহলিকে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে যাবেন। ৪১টি জয়ের (৭২ ম্যাচ) সুবাদে তালিকায় এক নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।