এক্সপ্লোর

Sports Highlights: এক ফ্রেমে ধোনি-গেল, মুম্বইয়ের বোলিং কোচ হলেন ঝুলন, খেলার সারাদিনের সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: এক ফ্রেমে ধরা দিলেন 'ইউনিভার্স বস' ক্রিস গেল ও ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বজয়ী হৃষিতা বসুর সঙ্গে দেখা করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

ধোনি-গেল এক ফ্রেমে

দিন কয়েক আগেই দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও সৌরভ গঙ্গোপাধ্যায় এক ফ্রেমে ধরা দিয়েছিলেন। মুহূর্তেই তাঁদের ছবি ভাইরাল হয়েছিল। এবার ক্রিস গেলের (Chris Gayle) সঙ্গে এক ফ্রেমে দেখা গেল ধোনিকে। রবিবার, ৫ ফেব্রুয়ারি গেলই নিজের সোশ্যাল মিডিয়ায় দুই কিংবদন্তির একাধিক ছবি শেয়ার করেন।

গেল সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ট্যাগ করে লেখেন, 'লং লিভ দ্য লেজেন্ডস।' দুই কিংবদন্তি ঠিক কোন কারণে দেখা করেছিলেন, সেই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা না গেলেও, ধারণা করা যেতে পারে যে আসন্ন কোনও বিজ্ঞাপনের শ্যুটেই দুইজনের সাক্ষাৎ হয়েছে। খবর অনুযায়ী, আইপিএলের স্ট্রিমিং পার্টনার মহেন্দ্র সিং ধোনিকে টুর্নামেন্টের প্রমোশনের জন্য কাজে লাগানো হবে। গেলকে আইপিএলের নিলামের সময় বিশেষজ্ঞ হিসাবে দেখা গিয়েছিল। তাই সম্ভবত দুইজনে মিলে ব্রডকাস্টারদের হয়ে কোনও বিজ্ঞাপনের শ্যুট করছেন বলে আন্দাজ করা যায়।

ছিটকে গেলেন হ্য়াজেলউড

ভারত সফরে মাঠে নামার আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার। দলের প্রধান পেস ব্যাটারি জস হ্যাজেলউডের চোট যার অন্যতম কারণ। নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড। বাঁ পায়ের অ্য়াকিলিসের চোট রয়েছে হ্যাজেলউডের। যা নিয়েই ভারতে এসেছিলেন। কিন্তু চোটের কোনও পরিবর্তন না হওয়ায় নাগপুর টেস্টে খেলতে নামতে পারবেন না তিনি। তাঁর বদলে হয়ত প্রথম একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে।

বিশ্বজয়ীর সঙ্গে সাক্ষাৎ

অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 Women's T20 World Cup) জয়ের পর ঘরে ফিরেছেন দুই বঙ্গকন্যা হৃষিতা বসু (Hrishita Basu) ও তিতাস সাধু। তাঁদের ঘরে ফেরার পর থেকেই বিশ্বজয়ীদের সংবর্ধনা জানানোর হিড়িক চোখে পড়ার মতো। এবার হৃষিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। 

রবিবার সকালে হাওড়ার বালটিকুরি বিবেকানন্দ পল্লীতে সদ্য অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য হৃষিতা বসুর বাড়িতে যান মীনাক্ষী। বিশ্বজয়ী ক্রিকেটারের বাবা মায়ের সঙ্গে দেখা তো করেনই, হৃষিতাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। মীনাক্ষী আশাবাদী আগামী দিনে হৃষিতা দেশের হয়ে আরও ভাল পারফর্ম করবেন এবং তার জন্য তাঁকে সেরা পরিবেশ গড়ে দিতেও বদ্ধপরিকর তিনি। মীনাক্ষী বলেন, 'এখন খ্যাতির শিখরে ঋষিতা আছে। ওকে খেলার ভালো পরিবেশ করে দিতে হবে যাতে ও নিজের সেরাটা দিতে পারে।'

সূর্যর হয়ে ব্যাট ধরলেন সৌরভ

৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vsAUS) ভারতীয় দলের চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের নির্ধারিত হবে। তবে সিরিজের আগে রবীন্দ্র জাডেজা চোট কাটিয়ে জাতীয় দলের অনুশীলনে ফিরলেও, শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে অংশগ্রহণ করা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তাঁর বদলে কে জাতীয় দলের একাদশে সুযোগ পাবেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

চোটের কারণেই শ্রেয়সের প্রথম টেস্ট ম্য়াচ খেলা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই ভারতীয় মিডল অর্ডারে একজন ব্যাটারের প্রয়োজন। অনেক বিশেষজ্ঞই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) একাদশে সুযোগ দেওয়ার দাবি করেছেন। গত জানুয়ারিতেই প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন সূর্য। এবার সূর্যর হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। রবিবারই সাংবাদিকদের সামনে কোনও রাখঢাক না করে সৌরভ স্পষ্ট জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে সূর্যকে সুযোগ দেওয়া উচিত।

কাম্বলির বিরুদ্ধে অভিযোগ

বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের একবার শিরোনামে বিনোদ কাম্বলি। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। কাম্বলির স্ত্রী নিজেই স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। মত্ত অবস্থায় স্ত্রীকে বার বার মারধর, গালিগালাজ এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩২৪ নম্বর ও ৫০৪ নম্বর ধারায় কাম্বলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া জানিয়েছেন যে ননস্টিক প্যানের হাতল দিয়ে কাম্বলি তাঁর স্ত্রী-কে মেরেছেন। 

বান্দ্রা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের দ্বারস্থ হন বিনোদের স্ত্রী আন্দ্রেয়া। তিনি তাঁর বয়ানে জানান যে নিজের বাড়িতে মদ্যপান করছিলেন কাম্বলি। এরপরই স্ত্রী-কে গালিগালাজ করতে শুরু করেন প্রাক্তন এই ক্রিকেটার। সন্তানদেকেও নাকি মারধর করতে শুরু করেন। উল্লেখ্য, নিজের মেডিক্যাল রিপোর্টের একটি কপিও থানায় জমা দেন কাম্বলির স্ত্রী। 

বাবরদের ম্যাচে বিস্ফোরণ

পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) শুরু হতে আর দিন কয়েক বাকি। তার আগে গোটা দেশব্যাপী খেলার প্রচার করার উদ্দেশ্যেই এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল পাকিস্তান বোর্ডের তরফে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স ও পেশোয়ার জালমির সেই ম্যাচে বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam), প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মতো তারকারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই ধুন্ধুমার কাণ্ড।

এই ম্যাচ ঘিরে টিকিটের প্রবল চাহিদা ছিলই। খবর অনুযায়ী স্টেডিয়ামের মোট লোকসংখ্যার থেকে অধিক টিকিট বিক্রি হওয়ায় বেশ কিছু সমর্থক মাঠেই প্রবেশ করতে পারেননি। এর ফলে ক্ষুব্ধ সমর্থকরা মাঠের বাইরেই আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। সমর্থকদের একাংশ মাঠে উপস্থিত খেলোয়াড়দের দিকে পাথরও ছোড়েন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, খবর অনুযায়ী মাঠ থেকে মাত্র চার কিলোমিটার মতো এক বিস্ফোরণও ঘটে। সেই বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছে বলেই খবর। এই ঘটনার পরেই দ্রুত খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে আনা হয়।

তবে গোটা বিষয়টিই সুরক্ষার খাতিরেই করা হয়েছিল বলে এক পুলিশ আধিকারিক জানান। পিটিআইের রিপোর্ট অনুযায়ী এই বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ আধিকারিক বলেন, 'বিস্ফোরণ হওয়ার পরেই সুরক্ষার খাতিরে সঙ্গে সঙ্গেই ম্যাচ থামানো হয় এবং খেলোয়াড়দের কিছু সময়ের জন্য সাজঘরে সরিয়ে নিয়ে আসা হয়। তবে পরে সবকিছু নিয়ন্ত্রণে আসার পরেই তাঁরা আবার মাঠে ফেরেন।' এই বিস্ফোরণের পর আধ ঘণ্টা মতো ম্যাচ বন্ধ থাকে। তারপরে অনেক খেলোয়াড়রাই আর মাঠে নামতে চাননি। তবে শেষমেশ ম্যানেজমেন্টের অনুরোধে সকলেই মাঠে নামেন।

দিল্লির নতুন অধিনায়ক

গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় আপাতত বেশি কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আসন্ন আইপিএলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। পন্থের অনুপস্থিতি তাঁর ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে নিঃসন্দেহে এক বিরাট ধাক্কা। পন্থ আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন না, একথা জানাজানি হওয়ার পর থেকেই আসন্ন মরসুমে কে দিল্লির অধিনায়কত্ব করবেন, সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিই। সেই জল্পনার অবসান ঘটালেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আজ ও কাল কলকাতার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইদিনব্যাপী অনুশীলন শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের তত্ত্বাবধানেই সেই শিবির আয়োজিত হচ্ছে। সরফরাজ খানের মতো রঞ্জির সেমিফাইনালে অংশগ্রহণ করছেন না, এমন ঘরোয়া ক্রিকেটাররা মোটামুটি সকলেই এই শিবিরে উপস্থিত রয়েছেন। সেই শিবিরের মাঝেই সাংবাদিকদের সামনে সৌরভ আসন্ন মরসুমে দিল্লির অধিনায়কের নাম ঘোষণা করেন। সৌরভ জানান প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারই (David Warner) আসন্ন আইপিএল মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন।

আইপিএলে ঝুলন

চলতি বছরেই বসতে চলেছে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএলের (Womens IPL 2023) আসর। এবার মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বাংলার প্রাক্তন তারকা মহিলা পেসারকে মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) তাদের বোলিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার ব্যাটিং কোচ হয়েছেন। 

আরও পড়ুন: ছুটির দিনেও আমার জন্য খেটেছেন, ফিটনেস ফিরে পেয়ে কাকে কৃতজ্ঞতা জানালেন জাডেজা?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
Advertisement
ABP Premium

ভিডিও

Sodepur News: লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়ালBangladesh News: বাংলাদেশি মহিলা গ্রেফতার শিয়ালদায়, চাঞ্চল্যBangladesh News: আস্ফালন বাংলাদেশের, সামরিক শক্তিতে কতটা এগিয়ে ভারত?Chhok Bhanga Chota: মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, নেপথ্যে কোন কারণ? ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
App Download Fraud:  অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
ISRO Grows Crops in Space: মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
BSNL Recharge: BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
Embed widget