SRH vs RCB, Fantasy 11 Predictions: আজও কি ওপেনিং করবেন ঋদ্ধি? বিরাটের বাজি কে?
SRH vs RCB Fantasy 11 Team Prediction: আইপিএলে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।
চেন্নাই: আইপিএলে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক। বাংলার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন, ঋদ্ধিমান সাহাকে দিয়ে হায়দরাবাদ ফের ইনিংস ওপেন করাবে কি না তা দেখার জন্য।
উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে বিরাট কোহলির আরসিবি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার দিয়ে আইপিএল ২০২১ অভিযান শুরু করতে হয়েছে ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদকে। এই অবস্থায় আরসিবি ও হায়দরাবাদ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। দেখে নেওয়া যাক চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গেই জেনে নিন কোন টিভি চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে হবে আইপিএল ২০২১-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ: ১৪ এপ্রিল, ২০২১ (বুধবার)।
কোথায় অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: এমএ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস সন্ধ্যা ৭টায়।
কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে সরাসরি সম্প্রচার। স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস-৩ এইচডিতে দেখা যাবে খেলা।
মোবাইলে কোথায় দেখবেন লাইভ স্ট্রিম: ডিজনি প্লাস হটস্টারে (ভিআইপি ও প্রিমিয়াম) দেখা যাবে ম্যাচের অনলাইন স্ট্রিম।
সম্ভাব্য দল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন।