এক্সপ্লোর
টি ২০ বিশ্বকাপের পর অবসর নেবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা

সেঞ্চুরিয়ন: শ্রীলঙ্কার একদিনের দলের ক্রিকেট অধিনায়ক লসিথ মালিঙ্গা টি ২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে ওই বিশ্বকাপ। ৩৫ বছরের মালিঙ্গা বলেছেন, ইংল্যান্ড ও ওয়েলশে এ বছর একদিনের বিশ্বকাপের পরেই একদিনের ম্যাচ থেকে অবসর নেবেন তিনি। ২০২০-র নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের পর পাকাপাকিভাবে দাঁড়ি টানবেন কেরিয়ারে। স্থানীয় সময় শুক্রবার সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার কাছে ১৬ রানে দ্বিতীয় টি ২০ ম্যাচটি হেরেছে তাঁর দল। আয়োজক দেশের হয়ে সব থেকে বেশি ৬৫ রান করা রিজা হেনড্রিকসকে তুলে নিয়েও ডান হাতি পেসার মালিঙ্গা ম্যাচ বাঁচাতে পারেননি। এটি ছিল তাঁর ৯৭তম আন্তর্জাতিক টি ২০ উইকেট। সর্বাধিক ৯৮ উইকেটের বিশ্বরেকর্ডধারী পাকিস্তানের শাহিদ আফ্রিদির ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















